লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে পারিবারিক দ্বন্দ্বে ছোট ভাই মাহফুজের রডের আঘাতে বড় ভাই জাহাঙ্গীর (২৬) এর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাত ৮ টার দিকে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার ঢাকা মেইলকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করছেন।
এর-আগে, বিকেলে উপজেলার শাকচর ইউনিয়নের (৬নং ওয়ার্ড) উত্তর টুমচর গ্রামের মাঝি বাড়ীতে রডের আঘাতের শিকার হন বড় ভাই জাহাঙ্গীর। তার স্ত্রী শারমিন আক্তার (স্বামী) জাহাঙ্গীরকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক এ.কে আজাদ তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জাহাঙ্গীর উত্তর টুমচর গ্রামের মাঝি বাড়ীর নূর মোহাম্মদের বড় ছেলে। পেশায় রিক্সা চালক ছিলেন। তার দুই সন্তান রয়েছে।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ঢাকা মেইলকে বলেন- (আজ) বিকেল ৪ টা ৩৮ মিনিটে স্ত্রী শারমিন আক্তার তার স্বামী জাহাঙ্গীরকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালকে তথ্য দিয়েছে জাহাঙ্গীর গাছে উঠতে গিয়ে মাথা ঘুরিয়ে পড়ে গেছে। আমরা জাহাঙ্গীরকে মৃত পেয়েছি। এরপর স্ত্রী শারমিন আক্তার ফের সন্ধ্যা ৭ টা ২০ মিনিটে হাসপাতালে এসে বাম-পায়ে জখম নিয়ে চিকিৎসা নেয়। তখন আমাদের জানানো হয়েছে মারামারি ঘটনা।
ওসি, সাইফুদ্দিন আনোয়ার বলেন- নিহতের বাড়ী থেকে লাশ উদ্ধার করে আমরা হাসপাতালে মর্গে পাঠানো ব্যবস্থা করছি। প্রাথমিক ভাবে জানতে পারলাম পারিবারিক কলহ জের ধরে ছোট ভাই মাহফুজ তার বড় ভাইকে রড দিয়ে আঘাত করে। এতে তার মৃত হয়। ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্টের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: