
মো. সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধিঃপতিত খাস ভুমি (গোপাট) সরকারি কবরস্থান, নদী দখলের একাধিক উদ্ধার আবেদন অফিসে জমা পড়লেও উদ্ধারে নেই প্রশাসনের অভিযান বা মাথাব্যাথা। উদ্ধারে প্রশাসনের ভুমিকা না থাকায় আবেদনকারীরা রয়েছেন বিপাকে। দখলদারিদের হুমকি ধামকির মাঝে নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁরা। প্রশাসনের নীরব ভুমিকা নিয়ে প্রশ্ন উঠছে জনমনে। দখলে রাখা বোয়ালদের খুঁটির জোর কোথায় এমন জল্পনা কল্পনায় ভুক্তভোগীরা অসহায়। অনেকেই জনস্বার্থের কথা ভেবে আবেদন করে কেঁচো খুঁড়ে সাপ এনেছেন নিজের জন্য এমন অভিমত আবেদনকারীদের। .
.
গেল বছরের ৯ ডিসেম্বর বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের পাকিছিরি গ্রামের দক্ষিণের গোপাট উদ্ধারে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় বরাবরে একটি লিখিত আবেদন করেন স্থানীয় সাংবাদিক মো. সায়েস্তা মিয়া। আবেদনের পরিপ্রেক্ষিতে ২৬ ডিসেম্বর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আলাউদ্দিন কাদের এটি সরজমিন পরিদর্শন করেন এবং দখলে রাখা ব্যক্তিদের দখল ছাড়ার নির্দেশ দিয়ে আসেন। দখল না ছাড়লে পরে উদ্ধার অভিযান পরিচালনা করা হবে বললে ও আর কোন উদ্যোগ নেওয়া হয়নি বরং দখলীয়রা বহাল আছে দখলে। আবেদনকারী বারবার কমিশনার, ইউএনও'র সাথে যোগাযোগ করলে উদ্ধারের আশ্বাস ছাড়া কার্যকর প্রদক্ষেপ না নেওয়াটা রহস্যময় বলে জানান আবেদনকারী। আবেদনকারী সাংবাদিক আরো বলেন, দখলদারদের সাথে প্রশাসনের দফারফা হওয়ায় গোপাট উদ্ধারের নমনীয় রয়েছে প্রশাসন। জনস্বার্থে গোপাট উদ্ধারের আবেদন করে তিনি দখলদারদের রোষানলের শিকার হয়েছেন বলে উল্লেখ করেন। .
। .
.
একি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ভোলাগঞ্জ চারিগ্রামে একটি সরকারি কবরস্থান দখল করে বাড়িঘর নির্মাণ বন্ধ ও দখলে থাকা কবরস্থান উদ্ধারের আবেদন করেন ওই গ্রামের বাসিন্দা এস এম রফিক আহমদ। ১৮ ই মার্চ মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হলেও অদৃশ্য কারণে তদন্ত পর্যন্ত করেন নাই ইউএনও। আবেদনকারী রফিক আহমদ জানান একটি মহল সরকারি কবরস্থান দখল করে বাড়ি ঘর বানাচ্ছে। গ্রামবাসীর পক্ষে আমি আবেদন করে ইউএনও'র সাথে শতবার যোগাযোগের চেষ্টা করি। তিনি কোন প্রদক্ষেপ গ্রহণ না করায় আমি হতাশ। কোন অদৃশ্য কারণে এমন নমনীয়তা তা জানি না।.
.
এছাড়া বিশ্বনাথের বাসিয়া নদীর দখল হওয়া তীর দখলমুক্ত করতে, রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের মানুষের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের প্রতিও ইউএনও বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করার অভিযোগ উঠছে। সম্প্রতি বাসিয়া নদীর পৌরশহর অংশে পরিস্কার অভিযান নামে বিশাল ঘুষ বাণিজ্য, অনিয়ম, উচ্ছেদ না করে দখলদারদের সাথে আতাতের শোরগোল এখন মানুষের মুখে মুখে। ইউএনও'র ভুমিকা নিয়ে শীঘ্রই উদ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করা হবে জানিয়েছেন বাসিয়া নদী দখলমুক্ত করার দাবী নিয়ে দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসা নেতৃবৃন্দ। .
.
গোপাট, কবরস্থান দখল, নদীর দখলমুক্ত করতে এখন উদ্বর্তন মহলে ধরনা দেবেন এসব আবেদনকারীরা এমনটি তারা জানান।.
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভুমি আলা উদ্দিন কাদের এর নিকট আবেদনের প্রেক্ষিতে অগ্রগতি হয়েছে কি না জানতে চাইলে তিনি জানান, কাজের চাপ বেশি, কয়েকটি দায়িত্ব পালন করছি।কোনটা রেখে কোনটা করব, সময়ই পাই না। সময় পেলে ব্যবস্থা নেওয়া হবে। .
বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় বলেন, এই বিষয়গুলো এসিল্যান্ডকে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি সময় সুযোগ মত ব্যবস্থা গ্রহণ করবেন। আমার দায়িত্বে অবহেলা নেই। . .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: