• ঢাকা
  • শনিবার, ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

হত্যা মামলার আসামী রাজধানীর সদরঘাট থেকে গ্রেফতার


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১:২২ এএম;
কেরানীগঞ্জে মো: হাসান হত্যা মামলার আসামী ১৩ এপ্রিল সন্ধ্যা র‌্যাব-১০ হাতে গ্রেফতার। কেরাণীগঞ্জ
হত্যা মামলার আসামী রাজধানীর সদরঘাট থেকে র‌্যাবের হাতে গ্রেফতার

 .

 .

 .

স্টাফ রিপোর্টার : কেরানীগঞ্জে মো: হাসান হত্যা মামলার আসামী ১৩ এপ্রিল সন্ধ্যা র‌্যাব-১০ হাতে গ্রেফতার। কেরাণীগঞ্জ মডেল থানার ভাড়ালিয়া এলাকায় ভিকটিম মো: হাসান (২৬) এর সাথে পাওনা টাকার বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আসামী মো: কাল্লু পারভেজ (২৮) তার সঙ্গী অপরাপর আসামীগণ ভিকটিমকে এলোপাথারী ছুরি দিয়ে আঘাত করে। এতে ভিকটিম মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে  প্রেরণ করে। পরবর্তীতে ভিকটিম চিকিৎসারত অবস্থায় মারা যায়।.

 .

এঘটনায় ডিসিস্টের বাবা মো: হালিম (৫৩) বাদী হয়ে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ১৮, তারিখ- ১৫/০৪/২০২৫ইং ধারা- ৩০২/৩৪ পেনাল কোড, ১৮৬০। মামলার বিষয়টি জানতে পেরে উল্লেখিত ঘটনায় জড়িত আসামীগণ আত্মগোপনে চলে যায়।.

 .

পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায় জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেণ করেন। তারই সূত্রধরে অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীদের  গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় ২৬ এপ্রিল সকাল আনুমানিক সাড়ে সাত টার সময র‌্যাব-১০ এর আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকার সদরঘাট এলাকায় একটি অভিযান পরিচালনা করে উল্লেখিত হত্যা মামলার এজাহারভুক্ত আসামী মোঃ কাল্লু পারভেজ (২৮), পিতা- শেখ ফজল, সাং- মালঞ্চ, থানা- কেরানীগঞ্জ মডেল, জেলা- ঢাকা ’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।.

 .

.

ডে-নাইট-নিউজ / স্টাফ রিপোর্টার

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ