• ঢাকা
  • শুক্রবার, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

থাইংখালীতে বন বিভাগের অভিযান নির্মান কাজে তালা


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৬:৩৬ পিএম;
উখিয়ায় বন বিভাগের অভিযানে থাইংখালী বনবিটের রিজার্ভ উখিয়ার ঘাট মৌজার আরএস দাগ নং ১২৩ এর শফিউল্লা
থাইংখালীতে বন বিভাগের অভিযান নির্মান কাজে তালা

 .

 .

আমানউল্লাহ আনোয়ার কক্সবাজার : উখিয়ায় বন বিভাগের অভিযানে থাইংখালী বনবিটের রিজার্ভ উখিয়ার ঘাট মৌজার আরএস দাগ নং ১২৩ এর শফিউল্লাহ কাটা নামক এলাকায় সরকারি বনভুমির ২০১৭-১৮ সনের  সামাজিক বনায়নের জায়গাটি  ইউএনএইচসিআর-এর  ব্যানারে দখল পূর্বক স্থাপনা নির্মান কাজ শুরু করেছে বলে জানা যায়। .

খবর পেয়ে থাইংখালী বনবিট কর্মকর্তা বিকাশ দাশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন শেষে কাজ বন্ধ করার জন্য নোটিশ প্রদান করেন বলে বিষয়টি নিশ্চিত করেন বিট কর্মকর্তা বিকাশ দাশ। .

 .

বন বিভাগ নোটিশ প্রদানের পরেও ক্ষমতার দাপট দেখিয়ে ইউএনএইচসিআর-এর  ব্যানারে অবৈধ স্থাপনা নির্মান কাজ বন্ধ না করায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার সময় সহকারী বন সংরক্ষক ও উখিয়া বন রেঞ্জে দায়িত্ব প্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান শাহিন এর নেতৃত্বে থাইংখালী বনবিট কর্মকর্তা বিকাশ দাশ, ওয়ালা পলং বিট কর্মকর্তা আরাফাত মাহমুদসহ একদল বনকর্মী উপরে উল্লেখিত স্থাপনায় অভিযান পরিচালনা করার পাশাপাশি নির্মান কাজ বন্ধ করে তালা ঝুলিয়ে দিয়েছে বলে জানিয়েছেন  বন বিভাগ। সহকারী বন সংরক্ষক ও উখিয়া বন রেঞ্জ কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান শাহিন,  অভিযানের সত্যতা নিশ্চিত করার পাশাপাশি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবিহিত করে  অবৈধ স্থাপনা নির্মানের সাথে জড়িত এনজিওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও তিনি জানান।. .

ডে-নাইট-নিউজ / কক্সবাজার প্রতিনিধি

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ