• ঢাকা
  • শুক্রবার, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

সিলেটের বিশ্বনাথে সরকারিভাবে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠান


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৮:৩৩ পিএম;
সিলেটের বিশ্বনাথে,  সরকারিভাবে,  বোরো ধান-চাল সংগ্রহের,  উদ্বোধনী অনুষ্ঠান
সিলেটের বিশ্বনাথে সরকারিভাবে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠান

সিলেটের বিশ্বনাথে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা খাদ্যগুদামে আনুষ্ঠানিকভাবে কৃষকদের কাছ থেকে এ ধান-চাল সংগ্রহের উদ্বোধন করা হয়। খাদ্যগুদামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ফিতা কেটে ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুনন্দা রায়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অঞ্জন কুমার দাস, উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা এলএসডি (খাদ্য) মনোয়ার হোসেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি আশিক আলী, বর্তমান সাধারণ সম্পাদক আক্তার আহমদ সাহেদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য সুজিত দেব, চাল সরবরাহকারী ব্যবসায়ী বাবুল ওমর খান, কৃষক নছির মিয়া প্রমুখ। চলতি মৌসুমে উপজেলায় কৃষকের কাছ থেকে প্রতি কেজি ৩৬ টাকা দামে ৪৬৮ মেট্রিক টন ধান ও ৪৯ টাকা কেজি ধরে ১২৪ মেট্রিক টন সিদ্ধ চাল ক্রয় করবে উপজেলা খাদ্য গুদাম।.

 
 . .

ডে-নাইট-নিউজ / মিজানুর রহমান মিজান

কৃষি বিভাগের জনপ্রিয় সংবাদ