
রিদয় আহমেদ তার ফেইসবুকে শরিফ উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ এনে লিখেন, .
আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে কিছু মানব প্রচার কারি ও মাফিয়াদের নাম প্রকাশ করব। সর্ব প্রথমে হবিগঞ্জ জেলা - আজমিরীগঞ্জ থানা - ৫ নং শিবপাশা ইউনিয়নে বিশিষ্ট রাজনৈতিক বিধ শরীফ উদ্দীন। সে বাংলাদেশ থেকে লোক পাঠায় লিবিয়া মদরিচের কাছে। মদরিচের ঠিকানা ও শিবপাশা মদরিচ লিবিয়াতে তাকে। আবার মদরিচে বিক্রি করে দেয় রিপনের কাছে। রিপনে মারদুর.
.
করে টাকা আদায় করে ২০-৩০ লক্ষ টাকা রিপনের ঠিকানা হলো খুলনা তেরো গাথা। বিশেষ করে ওদের হাত থেকে সাবধান থাকবেন। আর ওদেরকে খুব শীগ্রই আইনের আওতায় নেওয়া হবে। ইনশাআল্লাহ কথায় আছে চুরের দশ দিন গিরস্তের এক দিন। ওদের কারনে কত মা - বাবা সন্তান হারা। আর এই পোস্টটি শেয়ার করে জানিয়ে দিন সবাইকে। আরও লিখার বাকি আছে পরবর্তী পোস্টে জানিয়ে দেবো।.......
শরিফ উদ্দিনের নামে অনেক অভিযোগ মানব পাচারসহ শিবপাশা ইউনিয়নের হুকুরা- নোয়াহাটি গ্রামে সর্দারি ভাগভাটোয়ারা, ইয়াবা ব্যবসায়ীদের সহযোগীতা, সুদের ব্যবসা, তার বাবা রাজমিস্ত্রির কাজ করে বিদেশ থেকে টাকাই পাঠাইতো সে.
.
দেশা নেতাগিরী করে তারা বাবা দেশে আসলে বাবাকেও নির্যাতন করে এবং ছোট ভাইদের সম্পতির হিসাবে দেয় না বলে অভিযোগ আছে, তাই তার বাবা দেশে এসে ছোট ছেলেকে নিয়ে এখনো রাজমিস্তির কাজ করে, দশকে ব্যবহার করে সরকারী .
.
জায়গা ভোগ দখল করে খায় এবং মালিকানা জায়গাও দশাইয়া জায়গা বলে নিজেদের নিয়ন্ত্রনে নিয়ে নেয়, সরকারী দলের লোক বলে কেউ ভয়ে মিডিয়ার কাছে বক্তব্য দেয় না।.
. .
ডে-নাইট-নিউজ / রিপন আহমেদ, বানিয়াচং:
আপনার মতামত লিখুন: