হবিগঞ্জ সদর উপজেলা রিচি গ্রামে কুঠার দিয়ে কুপিয়ে রুপিয়া বেগম (৪৫) এক গৃহবধুকে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী রংগু মিয়াকে আটক করেছে পুলিশ। স্থানীয় সুত্রে জানা গেছে, প্রায় ২৫ বছর আগে, রিচি গ্রামের মৃত রজব আলীর মেয়ে রুপিয়া বেগমের বিয়ে হয় একই গ্রামের জমরুত আলীর ছেল রঙ্গু মিয়ার সাথে।.
তাদের ঘরে তিন ছেলে ও এক মেয়ে সন্তানও রয়েছে। দাম্পত্য জীবনে কলহ শুরু হলে রুপিয়া বেগম দীর্ঘদিন তার বাবার বাড়িতে অবস্থান করেন । সন্তানরা বড় হলে পুনরায় তিনি স্বামীর ঘরে ফিরে এসে সংসার শুরু করেন। বুধবার দুপুরে স্ত্রীর কাছে টাকা চান রুপিয়ার স্বামী রঙ্গু মিয়া। রুপিয়া বেগম টাকা না দিলে উত্তেজিত হয়ে স্ত্রীকে গালমমন্দ করতে থাকেন। .
পরে সন্ধায় রুপিয়া ঘুমিয়ে থাকলে রঙ্গু মিয়া ঘরে প্রবেশ করে একটি কুঠার দিয়ে শরীরে বিভিন্ন স্থানে অতিরিক্ত আঘাত করলে তিনি জ্ঞান হারিয়ে ফেলে, এ সময় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। .
এ বিষয়ে পুরো ঘটনার বিস্তারিত জানতে, ডে নাইট নিউজ টিম হবিগঞ্জ সদর থানার ওসি গোলাম মর্তুজাকে মুঠোফোনে কল দিলে- ওসি জানান, রুপিয়ার শরীরে আঘাতের চিহ্ন আছে। রুপিয়ার স্বামীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আর কেউ কি জড়িত আছে কি না তদন্ত চলছে।. .
ডে-নাইট-নিউজ / মোঃ উজ্জ্বল আহমেদ, হবিগঞ্জ:
আপনার মতামত লিখুন: