হবিগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলি মহোদয়ের নির্দেশনায় ২৭ নভেম্বর রোজ রবিবার বিশেষ অভিযান পরিচালনাকালে ০৩:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই/অভিজিৎ ভৌমিক এর নেতৃত্বে ডিবি পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন পৌরসভার অন্তর্গত দাউদনগর চরনুর আহমদ সাকিনস্থ নুনু মিয়ার টিন সেড বসত ঘর হতে জুয়া খেলারত অবস্থায়;-১) নুনু মিয়া (৫২), পিতা-মৃত মফিজ উল্ল্যা, ২) মোঃ ইছাক আলী (৩৯), পিতা-মৃত ইদ্রিছ আলী,উভয় সাং-দাউদনগর চরনুর আহমদ,৩) সাগর মিয়া (৪০), পিতা-মৃত ইয়াকুব আলী,সাং-পশ্চিম লেঞ্জাপাড়া, ৪) জুবেদ মিয়া (৪০),পিতা-মৃত আনফর মিয়া, সাং-দাউদনগর,সর্বথানা-শায়েস্তাগঞ্জ,জেলা-হবিগঞ্জ। ৫) জাহির মিয়া (৩৮),পিতা-মৃত আনিছ উল্ল্যা,সাং-বড়কুটা, থানা-চুনারুঘাট,৬) নবু মিয়া (৪০), পিতা- মৃত এরশাদ মিয়া, ৭) ছফু মিয়া (৪০), পিতা-মৃত আফিল উদ্দিন, ৮) মোঃ সমিজ আলী (৪২),পিতা-মৃত মধু মিয়া,সর্বসাং-দাউদনগর,থানা-শায়েস্তানগর, জেলা-হবিগঞ্জ গণ-কে নগদ ৯'৫০০/- টাকা,২০৪ টি প্লেয়িং কার্ডসহ আটক করে। .
পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলি বলেন,'সমাজে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড অলিগলি সহ গ্রামাঞ্চলে লুকায়িত জায়গায় সংগঠিত হয়। এমতাবস্থায় দেশ ও সমাজের ভালোর জন্য একা প্রশাসন এগুলো অবৈধ, অপরাধমূলক কর্মকাণ্ড,সমাজের শান্তি নষ্ট করে সেগুলোকে বন্ধ করা সম্ভব নয়। আমরা আশাকরি সচেতন নাগরিক হিসেবে দেশ ও জাতির উন্নয়নের পথে যা যা বাধা দিচ্ছে, সেরকম কিছুর তথ্য পুলিশকে দিয়ে সহায়তা করুন। এতে আমাদের সকলেরই মঙ্গল'।. .
ডে-নাইট-নিউজ / বিশেষ প্রতিনিধি:
আপনার মতামত লিখুন: