হবিগঞ্জ থানাধীন হবিগঞ্জ পৌরসভাস্থ শায়েস্তানগর পৈল রোডের জনৈক ফজলে আলী আরমান(২৫),পিতা- আঃ নুর কুদ্দুছ, সাং- শায়েস্তানগর,পৈল রোড,হবিগঞ্জ পৌরসভা, থানা- হবিগঞ্জ সদর,জেলা- হবিগঞ্জ এর একটি টমটম গাড়ী গ্যারেজে চার্জে লাগানো অবস্থায় গত ২৮ নভেম্বর রাত অনুমান ০৮.৩০ ঘটিকার সময় চুরি হয়ে যায়।.
খোঁজাখুজির এক পর্যায়ে জেলা গোয়েন্দা শাখা পুলিশের এসআই(নিঃ)/মোঃ সোহেল রানা ও তাহার সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ২৯ নভেম্বর হবিগঞ্জ সদর থানাধীন হবিগঞ্জ পৌরসভাস্থ রাজনগর এতিমখানার পশ্চিম পাশের আসামী শেখ মোঃ ইব্রাহিম এর শেখ এন্টারপ্রাইজ নামক দোকান হতে চুরি যাওয়া টমটম গাড়ী ও ০৫টি ব্যাটারী উদ্ধার করা হয়। টমটম গাড়ী ও ব্যাটারী চুরি এবং চোরাই মাল নিজ দখলে রাখার অপরাধে;-১। মোঃ রকি(২৫), পিতামৃত- মনির মিয়া,সাং- বন্দর,শ্যামলী সিনেমা হলের পিছনে,থানা- বন্দর,জেলা- নারায়নগঞ্জ বর্তমানে শায়েস্তানগর,খোয়াই নদীর পাড় জোসনা বেগমের বাড়ীর ভাড়াটিয়া,হবিগঞ্জ পৌরসভা,থানা- হবিগঞ্জ সদর। .
২। আঃ রহমান(৬০),পিতামৃত- আবু মিয়া,সাং-রিচি জাঙ্গাল,৩। ফারুক মিয়া(৪৫),পিতামৃত- হাতিম উল্লাহ,সাং-রিচি ঈশান কোনা,৪। জলফু মিয়া(৪৫),পিতা-উমর আলী,সাং- রিচি, সাগরকোনা,সর্বথানা- হবিগঞ্জ সদর,৫। শেখ মোঃ ইব্রাহিম(৩৫),পিতা- শেখ রুসমত আলী, সাং- দক্ষিণ সাঙ্গর, থানা- বানিয়াচং,বর্তমানে রাজনগর এতিমখানার পাশে,হবিগঞ্জ পৌরসভা, থানা- হবিগঞ্জ সদর,সর্বজেলা- হবিগঞ্জদের আটক করা হয়। টমটম গাড়ীর মালিক ফজলে আলী আরমান এর আবেদনের প্রেক্ষিতে ৩০ নভেম্বর রোজ বুধবার হবিগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।. .
ডে-নাইট-নিউজ / বিশেষ প্রতিনিধি:
আপনার মতামত লিখুন: