• ঢাকা
  • রবিবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

হাইকোর্টের নিষেধ অমান্য করে প্রতিবন্ধী ও অসহায় পরিবারের জমি দখল


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ১৩ মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ, ০৬:৫৪ পিএম;
হাইকোর্টের নিষেধ অমান্য করে প্রতিবন্ধী ও অসহায় পরিবারের জমি দখল
হাইকোর্টের নিষেধ অমান্য করে প্রতিবন্ধী ও অসহায় পরিবারের জমি দখল

কক্সবাজারের রামু চাকমারকুল ৪০ শতক জমি জালিয়াতি মাধ্যমে খতিয়ান সৃজনের অভিযোগ পাওয়া যায়। উক্ত জমি কক্সবাজার আদালতে তিনবার ডিগ্রী পেয়েছেন ওই অসহায় পরিবার। রামুর চাকমারকুল ডেইঙ্গাপাড়ার রাস্তার উত্তর পাশে ৪০ শতক জমি জালিয়াতির মাধ্যমে খতিয়ান সৃজনের অভিযোগ পাওয়া গেছে, নুরুল ইসলাম চেয়ারম্যানের ছোটভাই মাহমুদুল হক আর সাইদুল ইসলাম এর বিরুদ্বে।.

ভুক্তভোগী নুরুল হক ও মরহুম মীর মোহাম্মদ সওদাগরের এর মেয়েরা জানান, তাদের পুর্বপুরুষ  ৪০ শতক জমি ছিল,ওয়ারিশ সুত্রে তারা এসব জমির বৈধ মালিক। .

সেখান থেকে ৪০শতক জমিটি কৌশলে মাহমুদুল হক ও সাইদুল ইসলাম বিএস রেকর্ড ভুক্ত করে নিয়েছেন বলে জানা যায়,তবে ক্ষমতা ও টাকার জোর দেখিয়ে অসহায় আট বোন ও প্রতিবন্ধী এক ভাইয়ের জমি দখল করে ফেলেছেন একই এলাকার প্রভাবশালী মাহমুদুল হক ও সাইদুল ইসলাম। .

এছাড়াও উক্ত জমিতে হাইকোর্টের নিষেধ অমান্য করে চারপাশে দেয়াল দিয়ে মাটি ভরাট এবং বাড়ি নির্মাণ করে ফেলেছেন,বর্তমানে নির্মাণের কাজ চলমান রয়েছে,এইদিকে ভুক্তভোগী পরিবার অনেকবার প্রশাসনের সহযোগিতা চাইলে গেলে কোনো সুরাহা পাননি বলে জানিয়েছেন অসহায় পরিবার। সুতরাং ব্যাপক গালাগালি এবং মারধর  হুমকি-ধমকি আর তাদের বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানী করারও অভিযোগ রয়েছে, প্রভাবশালী মাহমুদুল হক ও সাইদুল ইসলাম এর বিরুদ্ধে।.

এই বিষয়ে মুঠোফোনের সাইদুল ইসলামের কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, আমি উক্ত জমিটি মাহমুদুল হক এর কাছ থেকে  কিনে নিয়েছি বর্তমানে জমিটির কিনা মালিক আমি,আমার কাছে আরএস, বিএস, এসব কাগজ রয়েছে বলে দাবি সাইদুল ইসলামের। সুতরাং যারা জমির মালিকানা দাবি করেন তাদের কাছে কি কাগজ আছে আমি জানিনা।  .

তিনি আরো বলেন তাদেরকে অসহায় ভেবে আমি ১০,লক্ষ টাকা দেওয়ার কথা বলেছিলাম তবে উনারা রাজি হয়নি।.

বর্তমান হাইকোর্টের মামলা চলাকালীন অবস্থায় কিভাবে জমি কিনলেন এমন প্রশ্নে সাইদুল ইসলাম উত্তর দেন, আমার কাছে জমির সঠিক কাগজ আছে তাই আমি জমিটির বৈধ মালিক তিনি আরো বলেন,বর্তমান জমিতে কাজ চলমান রয়েছে তবে কিসের উপর কাজ করতেছি এটা সাইনবোর্ড লিখা আছে, যাহা ফোন রেকর্ড প্রতিনিধির কাছে সংরক্ষিত রয়েছে, .

এ বিষয়ে মৃত মীর মোহাম্মদ সওদাগর ও নুরুল হকের পক্ষে উচ্চাদালতে মামলা চলমান রয়েছে বলে জানা গেছে। উক্ত জমি উদ্বারে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগী ও অসহায় পরিবার।. .

ডে-নাইট-নিউজ / কায়সার কক্সবাজার প্রতিনিধি। 

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ