নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের মেয়রপ্রার্থী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের গায়ে যারা হাত তুলেছেন তাদের শাস্তি পেতেই হবে। তাদের কোনো ছাড় দেওয়া হবে না।.
আজ সোমবার দুপুরে নির্বাচন ভবনে সিসি ক্যামেরায় বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের পরিস্থিতি পর্যবেক্ষণের সময় এমন মন্তব্য করেন তিনি। বরিশাল নগরের চৌমাথা এলাকায় হাতপাখা প্রতীকের প্রার্থী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের ওপর হামলার ঘটনা ঘটে।.
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া উপ-কমিটির সদস্য কে এম শরীয়াতউল্লাহ জানান, ছাবেরা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে বের হওয়ার পর হাতেম আলী কলেজ চৌমাথার কাছে ৩০ থেকে ৪০ জন নৌকা সমর্থক তার ওপর অতর্কিত হামলা চালান। এ সময় তারা লাঠিসোঁটা ও পাথর ব্যবহার করেন। তার সঙ্গে থাকা বেশ কয়েকজন নেতাকর্মী এ সময় আহত হন।.
এ নিয়ে ইসির ভূমিকা জানতে চাইলে আহসান হাবিব খান বলেন, আকস্মিক ঘটনা ছাড়া সবকিছু সুন্দর। সাংবাদিকরাই লাইভে এমন বললো। দেখে ভালো লাগল। আমরা আশ্বস্ত হলাম, যে এভরিথিং ইজ ফাইন। অনাকাঙ্ক্ষিত ঘটনা কখনোই কাঙ্ক্ষিত ছিল না। কিন্তু একটা সিচ্যুয়েশনের মধ্যে হঠাৎ করে একজন প্রার্থীর গায়ে হাত তুলেছে বলে আমরা জেনেছি। যারা যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক-প্রথমে গ্রেপ্তার, তারপর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: