• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

কক্সবাজারের কৃষকলীগ নেতার উপর হামলাকারী ডাকাত কালাসোনা প্রকাশ্যে ঘুরছে


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: রবিবার, ১৫ আগষ্ট, ২০২১ খ্রিস্টাব্দ, ০৪:২০ পিএম;
কক্সবাজারের কৃষকলীগ নেতার উপর হামলাকারী ডাকাত কালাসোনা প্রকাশ্যে ঘুরছে
কক্সবাজারের কৃষকলীগ নেতার উপর হামলাকারী ডাকাত কালাসোনা প্রকাশ্যে ঘুরছে

কক্সবাজারের ঈদগাঁও উপজেলাধীন ইসলামপুর ইউনিয়ন কৃষকলীগ সাধারণ সম্পাদক আবু তাহেরের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। .

আহত আবু তাহেরের ছেলে এনজিও কর্মী মোজাম্মেল হক বাদী হয়ে গত (১৪ আগষ্ট) ঈদগাঁও থানায় মামলাটি দায়ের করেন। .

মামলার আসামী চিহ্নিত ডাকাত আবুল কালাম কালা সোনা এখনো গ্রেফতার হয়নি। প্রকাশ্যে এলাকায় ঘুরাফেরা করে বাদী ও তার পরিবার হত্যাসহ মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানী করার হুমকি দিচ্ছে বলেও অভিযোগ। .

অভিযোগে জানা গেছে, ঈদগাঁও ইসলামপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ আবুতাহের সওদাগর ৯০ হাজার টাকা নিয়ে বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে পোল্ট্রি ফার্মে খাদ্য ও দোকানে মালামাল কিনতে জুমনগর বাড়ী থেকে বাজারে আসছিল। পথিমধ্যে ইসলামপুরের চিহ্নিত ডাকাত আবুল কালাম প্রকাশ কালা সোনা বাহিনীর ৪/৫ জন সন্ত্রাসী হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। এ সময় ডাকাত আবুল কালাম নগদ ৯০ হাজার টাকা প্রকাশ্যে ছিনিয়ে নেয়। এলোপাতাড়ি মারধরে আবু তাহের মাথার পিছনে ও বাম হাতে, বুকে ও সারা শরীরে মারাত্মক আহত করা হয়। পরে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঈদগাঁও হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। .

মামলার বাদী ও আহতের ছেলে মোজাম্মেল হক বলেন, আমার আব্বা বাজারে যাওয়ার পথে সন্ত্রাসীদের হামলা শিকার হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাবার উপর হামলাকারী আবুল কালাম প্রকাশ কালা সোনাকে প্রধান আসামী করে আরো অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে গত( ১৪ আগষ্ট) ঈদগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে ( ঈদগাঁ থানার মামলা নং-১, জিআর মামলা নং-৫৭)। .

এলাকাবাসী ও বিভিন্ন সুত্রে জানা গেছে, জুননগর এলাকার সিরাজ দৌল্লাহর ছেলে আবুল কালাম কালা সোনা একজন চিহ্নিত ও পেশাদার ডাকাত। ২০১০ সালে এই কালা সোনা অপরাধ জগতে পা বাড়ান। ফুলছড়ি, নাপিতখালী ও খুটাখালী বনাঞ্চলের গাছ লুট, পাহাড় দখল করে দিনদিন দস্যুসার দিকে পা বাড়ান। ২০১১ সালে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ফুলছড়িতে ভলবো নাইট চেয়ার কোচ ডাকাতির ঘটনার পর আলোচনায় আসে ডাকাত কালা সোনা। এঘটনায় তার বিরুদ্ধে চকরিয়া থানার মামলা নং-২৮ (৯)১১, (ধারা-৩৯৫,৩৯৭ ও ৪১২) মামলায় গ্রেফতার হয়ে বেশ কিছুদিন জেলও খাটে। পরে জামিনে মুক্ত হয়ে আরো বেপরোয়া হয়ে পড়ে। গত বছরের ২৩ নভেম্বর ফুলছড়ি বনকর্মীদের উপর হামলা, সরকারী দায়িত্ব পালনে বাঁধার ঘটনায় তার বিরুদ্ধে চকরিয়া থানায় আরও একটি মামলা দায়ের করেছে ফুলছড়ি বনবিট কর্মকর্তা আকরাম আলী। এই মামলায়ও গ্রেফতার হয়নি। ঘুরছে প্রকাশ্যে। এছাড়াও বন ধ্বংস, পাহাড় কাটা, জবর দখল, বন ভুমি প্লট আকারে বিক্রির অভিযোগ এই আবুল কালাম কালা সোনার বিরুদ্ধে বন-৬৫/১১ ( সদর), বন- ৯৫/১৫, পিওআর মামলা নং -৩/ফুলছড়ি বিট, (চকরিয়া), ১৫/১০/২০২০, .

পিওআর মামলা নং -৪/ফুলছড়ি বিট, (চকরিয়া) তাং-১৭/১০/২০২০,.

পিওআর মামলা নং -৬/ফুলছড়ি বিট, (চকরিয়া),.

তাং-২৭/১০/২০২০, পিওআর মামলা নং -৭/ফুলছড়ি বিট, (চকরিয়া) তাং-২১/১১/২০২০সহ.

আরো ডজনাধিক বিভিন্ন অপরাধের ধারায় এবং বন মামলা রয়েছে।. .

ডে-নাইট-নিউজ / কক্সবাজার প্রতিনিধি

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ