• ঢাকা
  • শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

১২০ টাকা মজুরিতেই চা বাগানে শ্রমিকরা, আস্থা প্রধানমন্ত্রীর ওপর


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ২২ আগষ্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ১০:৫০ এএম;
১২০ টাকা মজুরিতেই চা বাগানে শ্রমিকরা, আস্থা প্রধানমন্ত্রীর ওপর
১২০ টাকা মজুরিতেই চা বাগানে শ্রমিকরা, আস্থা প্রধানমন্ত্রীর ওপর

চলমান আন্দোলন প্রত‌্যাহার করে চা বাগানে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন শ্রমিকরা। আপাতত ১২০ টাকা মজুরিতেই কাজ করবেন তারা। পরবর্তীতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।.

আজ সোমবার মধ্যরাত পর্যন্ত মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সঙ্গে বৈঠক হয় চা বাগানের শ্রমিকদের। বৈঠক শেষে তিনি জানান, চা শ্রমিকরা প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখে তাদের কর্মসূচি প্রত্যাহার করেছেন এবং কাজে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। .

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল বলেন, প্রধানমন্ত্রীর প্রতি বিশ্বাস ও আস্থা রেখে চা শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করে ২২ আগস্ট থেকে কাজে যোগদান করবেন। তিনি আমাদের যে সিদ্ধান্ত দেবেন আমরা তা মেনে নেবো।.

উল্লেখ্য, গত ২০ আগস্ট ধর্মঘটের ৮ম দিনে সরকারের সঙ্গে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন শ্রমিক নেতারা। কিন্তু শ্রমিকরা তা না মেনে আন্দোলন অব‌্যাহত রাখেন।. .

ডে-নাইট-নিউজ /

অর্থনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ