• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

অস্ত্র কারবারি মাহামুদুল করিম ৫ টি অস্ত্র সহ আটক


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ১১ আগষ্ট, ২০২১ খ্রিস্টাব্দ, ০৭:৪৬ পিএম;
অস্ত্র কারবারি মাহামুদুল করিম ৫ টি  অস্ত্র সহ আটক
অস্ত্র কারবারি মাহামুদুল করিম ৫ টি অস্ত্র সহ আটক

মহেশখালীর হোয়ানকের গহিন পাহাড়ের পদদেশে অস্ত্র কারবারি মাহামুদুল করিম (৪০) কে ৫ টি  অস্ত্র সহ আটক করেছে মহেশখালী থানা পুলিশ সার্কেল সহ সঙ্গীয় টিম।মহেশখালী হোয়ানকের বিশাল পাহাড়ের পাদদেশে একটি সুন্দর বাড়ীতে অস্ত্র তৈরী কারক মো: মাহমুদুল করিম (৪০) এর দখল থেকে ৫ টি বিভিন্ন ধরনের বন্দুক উদ্ধার করা হয়। ..

মহেশখালী থানা সার্কেল মো জাহেদুল ইসলাম স্যারসহ মহেশখালী থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল হাই স্যার এবং টিমের প্রতি কৃতজ্ঞতা  জানাচ্ছি।  বিশেষ করে মাহমুদুল করিমের সঙ্গে জরিত থাকা সকল সহযোগী সদস্যদের আইনের আওতায় এনার জোরালো দাবি জানাচ্ছি। ..

এরা সমাজের দুশমন এদের কারনে গ্রাম গঞ্জের সহজ সরল যুবকেরা দিন দিন নষ্টের পথে ধাবিত হচ্ছে। তৈরি হচ্ছে কিশোর গ্যং মা বাবার অবাধ্য হয়ে তারা দিন দিন চলে যাচ্ছে অন্ধকার জগতে। মাননীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি মাহমুদুল করিমের মতো জগন্য অস্ত্র তৈয়রি কারক ও অস্ত্র কারবারিদের বিরুদ্ধে কঠোর দ্বারা প্রভাহিত করা হওক যাহাতে অতি শিগ্রী জেল খানা থেকে বেড়িয়ে আসতে না পারে।চলো যাই যুদ্ধে মাদকও অস্ত্র কারবারি বিরুদ্ধে.. .

ডে-নাইট-নিউজ / মহেশখালী থেকে মোহাম্মদ আবু বক্কর ছিদ্দিক

অন্যান্য বিভাগের জনপ্রিয় সংবাদ