গত শুক্রবার ১৩ ই আগস্ট রাত আনুমানিক ৯ থেকে ১০ টার ভিতর ঈদগাঁও স্টেশনে এই ঘটনাটি ঘটে, তবে একদল অপহরণকারী জিতু নামক এক ব্যক্তি কে অপহরণ করে নিয়ে যানা।তবে সিসি ক্যামেরা ফুটেছে দেখা যাচ্ছে কয়েকজন যুবক জিতুকে টেনে হেঁচড়ে নিয়ে যেতে। আজ এক সপ্তাহ ধরে কোন খোঁজ পাওয়া যাচ্ছে না জিতুর। কাজী মোঃ এসকান্দারুল হক জিতু (২৮) পিতা মৃত,মো ফজলুল হকের ছেলে,৯ নং জঙ্গলখান ইউনিয়ন পরিষদের আওতাধীন ৬, নম্বর ওয়ার্ড নাইখাইন পটিয়া চট্টগ্রামের বাসিন্দা। জিতুর পরিবার দাবি করেন পটিয়া থেকে কাজের উদ্দেশ্যে কক্সবাজারের ঈদগাঁও আসেন,গাড়ি থেকে নামার পরে অপহরণের শিকার হয়ে যান জিতু।.
তবে ঈদগাঁও গাড়ির স্টেশন থেকে অপহরণকারীর হাতে পড়ে যান।ভাই মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান অপহরণের পর জিতুর মোবাইল বন্ধ পাওয়া যায়। তবে পরিবারের সব লোকজন দাবি করেন এক সপ্তাহ যাবৎ কোন ধরনের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাই অতি শীঘ্রই অপহরণকারীর হাত থেকে জিতুকে উদ্ধার করার জন্য ঈদগাঁও থানার পুলিশের সহযোগিতা কামনা করেন। পরিবারের অনুরোধ কারো কাছে সন্ধান থাকলে এই নাম্বারে যোগাযোগ করবেন, মোঃ সাগার,০১৮৬৯৪৭৫৬৫৬ / মোঃ সাজ্জাদ ০১৩০৫৫৯৯৩২৬. .
ডে-নাইট-নিউজ / কক্সবাজার প্রতিনিধি
আপনার মতামত লিখুন: