এদেশ সৃষ্টিতে আমাদের
রক্তঘাম লেগে আছে
-মোস্তাফিজুর রহমান এমপি
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেছেন, বঙ্গবন্ধুকে যদি সেদিন হত্যা করা না হতো, তাহলে এই দেশ আরও উন্নত এবং সুন্দর হতো। তারই সুযোগ্যা কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়তই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সেই চেষ্টা করে যাচ্ছেন। যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি। এদেশ সৃষ্টিতে আমাদের রক্তঘাম লেগে আছে। তাই আমরা দেশবাসীর উন্নয়ন এবং দেশবাসিকে নিয়ে প্রতিনিয়ত ভেবে তাদের মঙ্গলে কাজ করছি। বঙ্গবন্ধুর নৌকার জন্যই এদেশ সৃষ্টি হয়েছে। নৌকার কর্মী হিসেবে আমাদেরও ধ্যান-জ্ঞান বাংলাদেশের উন্নয়ন নিয়ে।
গতকাল বৃহস্পতিবার সকালে দিনাজপুরের ফুলবাড়ীতে বঙ্গবন্ধু কর্নার, আশ্রয়ন প্রকল্পে বৃক্ষরোপন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেছেন তিনি।
সকাল সাড়ে ৯টায় ফুলবাড়ী সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করেন সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
সকাল ১০ টায় উপজেলার বেতদিঘী ইউনিয়নের সিদ্দিসী আশ্রয়ণ প্রকল্প ১ ও ২ এর বাসিন্দাদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন করেন তিনি। এছাড়াও ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠাগুলোতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক সঞ্জয় চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা কমিটিরি সভাপতি মুশফিকুর রহমান বাবুল, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব কামরুজ্জামান কামরু, ইউপি চেয়ারম্যান উপাধক্ষ শাহ আব্দুল কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু, ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, তথ্য ও প্রযুক্তি সম্পাদক প্লাবন শুভ প্রমুখ।
এছাড়াও দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।.
ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
আপনার মতামত লিখুন: