• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

এবার ভার্চুয়ালি স্পর্শ করা যাবে হাজরে আসওয়াদ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ০১:৩১ পিএম;
এবার ভার্চুয়ালি স্পর্শ করা যাবে হাজরে আসওয়াদ
এবার ভার্চুয়ালি স্পর্শ করা যাবে হাজরে আসওয়াদ

আধুনিক প্রযুক্তির মাধ্যমে পবিত্র কাবা ঘরের হাজরে আসওয়াদ পাথর প্রদর্শনীয় উদ্যোগ নিয়েছে সৌদি আরব। ভার্চুয়াল রিয়েলিটি পদ্ধতি অনুসরণ করে যেকোনো স্থান থেকে মুসলিমরা তা স্পর্শ ও দেখতে পারবে বলে জানা গেছে। .

গত সোমবার পবিক্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইসি রিয়েলিটি পদ্ধতির উদ্ধোধন করেন।.

শায়খ সুদাইস বলেন, আমাদের এখানে অনেক ধর্মীয় ও ঐতিহাসিক স্থাপনা রয়েছে। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে সবার সঙ্গে সংযোগ স্থাপন তৈরি করতে হবে। .

উল্লেখ্য, শায়খ সুদাইসের এ বক্তব্যের ব্যাখ্যাও দেওয়া হয়েছে। ব্যাখ্যা বলা হয়েছে, মক্কার দুটি পবিত্র মসজিদের স্থাপত্য প্রদর্শনের অংশ হিসাবে এ উদ্যোগ নেয়া হয়েছে। বাস্তব স্থাপনার প্রতিস্থাপনের সাথে এর কোনো সম্পর্ক নেই। . .

ডে-নাইট-নিউজ /

ধর্ম বিভাগের জনপ্রিয় সংবাদ