আধুনিক প্রযুক্তির মাধ্যমে পবিত্র কাবা ঘরের হাজরে আসওয়াদ পাথর প্রদর্শনীয় উদ্যোগ নিয়েছে সৌদি আরব। ভার্চুয়াল রিয়েলিটি পদ্ধতি অনুসরণ করে যেকোনো স্থান থেকে মুসলিমরা তা স্পর্শ ও দেখতে পারবে বলে জানা গেছে। .
গত সোমবার পবিক্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইসি রিয়েলিটি পদ্ধতির উদ্ধোধন করেন।.
শায়খ সুদাইস বলেন, আমাদের এখানে অনেক ধর্মীয় ও ঐতিহাসিক স্থাপনা রয়েছে। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে সবার সঙ্গে সংযোগ স্থাপন তৈরি করতে হবে। .
উল্লেখ্য, শায়খ সুদাইসের এ বক্তব্যের ব্যাখ্যাও দেওয়া হয়েছে। ব্যাখ্যা বলা হয়েছে, মক্কার দুটি পবিত্র মসজিদের স্থাপত্য প্রদর্শনের অংশ হিসাবে এ উদ্যোগ নেয়া হয়েছে। বাস্তব স্থাপনার প্রতিস্থাপনের সাথে এর কোনো সম্পর্ক নেই। . .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: