
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার অবৈধভাবে পরিচালিত তিনটি ইটভাটা মালিককে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার উপজেলার চর কাদিরা ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।.
অভিযানের সময় ভাটার চিমনি, চুল্লি গুড়িয়ে দিয়ে যাবতীয় কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।.
.
.
অর্থদণ্ডপ্রাপ্ত ভাটাগুলো হলো- চর কাদিরা ইউনিয়নের মেসার্স রহিমা ব্রিকস ও একই ইউনিয়নের মেসার্স লতিফ ব্রিকস ও তোরাবগঞ্জ ইউনিয়নের মেসার্স পাখি ব্রিকস।.
এরমধ্যে রহিমা ব্রিকস মালিক এ্যাডভোকেট বেলালকে এ লাখ ৫০ হাজার,লতিফ ব্রিকস মালিক বাহার মোল্লাকে ১ লাখ ৫০ হাজার ও পাখি ব্রিকস মালিক আশরাফুজ্জান রাসেলকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।.
.
.
এসময় কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত উজ-জামান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মজিবুর রহমান, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. মুজাফফর হোসেন ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। অভিযানে .
সেনাবাহিনীর রামগতি ক্যাম্পের সার্জেন্ট মো. বিল্লাল হোসেন, থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমানসহ ফায়ার সার্ভিস ও আনসার সদস্যরা.
আরও উপস্থিত ছিলেন।.
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত উজ-জামান বলেন, ভাটাগুলোর অবৈধ কার্যক্রম বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে।.
ডে-নাইট-নিউজ / নাসির মাহমুদ (লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি):
আপনার মতামত লিখুন: