মৌলভীবাজার এর মাননীয় পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুছ ছালেক এর নেতৃত্বে ০৬ ডিসেম্বর ২০২২ খ্রিঃ তারিখে এসআই এনামুল হক,এএসআই নাজমুল হোসেন,এএসআই মোঃ তাজুল ইসলাম, এএসআই রায়হান কবিরসহ ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া কুলাউড়া পৌরসভাধীন দক্ষিণ মাগুরা সাকিনস্থ জনৈক কাইয়ুম আহমদ এর বাসার সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী;১। মোঃ জাহেদ খান(২৯), পিতা-মৃত আলিম খান,সাং-দক্ষিণ মাগুরা,২। নয়ন ধর (২৮), পিতা-গৌরাধর, সাং-কৌলা, ০৬নং কাদিপুর ইউপি, বর্তমানে সাং-দক্ষিণ মাগুরা (কাইয়ুম আহমদ এর বাড়ীর ভাড়াটিয়া), কুলাউড়া পৌরসভা,থানা-কুলাউড়া,জেলা-মৌলভীবাজারদ্বয়কে গ্রেফতার পূর্বক আসামীদ্বয়ের হেফাজত হইতে ২০০ গ্রাম অবৈধ গাঁজা জব্দ করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুলাউড়া থানার মামলা নং-০৭, তারিখ: ০৭/১২/২০২২ খ্রিঃ রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।.
মাননীয় ডিআইজি,সিলেট রেঞ্জ মহোদয়ের সার্বিক দিক নির্দেশনা ও পুলিশ সুপার, মৌলভীবাজার মহোদয়ের নির্দেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করায় কুলাউড়া থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে ।. .
ডে-নাইট-নিউজ / বিশেষ প্রতিনিধি:
আপনার মতামত লিখুন: