রাজধানী উত্তরখান এলাকায় ওয়াকিয়া খাতুন বাসায় গাঁজা গাছ রেখে একটা কুচক্রীয় মহল বাড়িওয়ালাকে ফাঁসানোর চেষ্টা করে। বাড়িওয়াল বসুন্ধরা আবাসিক এলাকায় বসবাস করেন। উত্তরখান ৩/২,পন্ডিতপাড়া এলাকায় নিজের ক্রয়কৃত জায়গা কয়েকটি রুম করে ভাড়া দেন তিনি।.
ভাড়া উত্তোলনের জন্য দেড় মাস পর গত ৩০/০৮/২০২২ তারিখ ভাড়া উত্তোলন জন্য আসলে কিছু দুষ্কৃতিকারী থানায় ফোন দিয়ে মহিলাকে ফাঁসানোর জন্য মহিলার বাড়িতে দুইটি গাঁজার গাছ আছে বলে থানায় খবর দেয়। পরবর্তীতে পুলিশ বাড়িতে এসে গাঁজার গাছ দেখতে পেয়ে ওয়াকিয়া খাতুনকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে যায়।.
জিজ্ঞাসাবাদে জানাজায় তিনি দেড় মাস ধরে এই বাড়িতে আসেন না তবে এলাকার কিছু লোক তাকে বিভিন্ন ধরনের অজ্ঞাতভাবে হুমকি দেয়। এই বিষয়ে উত্তরখান থানা জিডি করা আছে। উনার বাড়িতে সামনে কিছু খালি জায়গার মধ্যে শাকসবজির চাষ হয় কিন্তু এই শাক সবজি চারার মাঝে কোন কুচক্রীয় মহল মহিলাকে ফাঁসানোর জন্য গাঁজার গাছ রেখে একটা নাটক তৈরি করে।.
এই বিষয়ে উত্তরখান থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ বলেন, প্রাথমিকভাবে আমরা মহিলাকে থানায় জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে আসি। মহিলা দেড় মাস এই বাসায় আসেনা উনি গাঁজা গাছ চিনে না। তিনি দুইবার হজ করেছেন। হজের দোয়ায় দিয়ে বলছেন আমি গাজার গাছ চিনি না এবং গাঁজা গাছের ব্যাপারে কিছুই জানেন না। বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করায় জানা যায় এলাকার কিছু লোক বিভিন্ন সময় তাহাকে হুমকি-ধামকি দিত।.
তবে কে বা কারা গাঁজা গাছ লাগিয়েছে তার জন্য এটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তাহারা এলাকার বিভিন্ন লোকজন, বাড়ির ভাড়াটিয়া, বিভিন্ন তদন্ত প্রক্রিয়া কাজ চলছে। ব্যক্তিকে অচিরেই আইনের আওতায় আনা হবে। ওয়াকিয়া খাতুন উনার বাড়িতে গাঁজার গাছ রাখার যে অভিযোগ এনেছে তা তদন্ত করা হচ্ছে যেই দোষী হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।.
ডে-নাইট-নিউজ / জাহাঙ্গির হোসেন কবির
আপনার মতামত লিখুন: