
করোনা মহামারিতে যেনো চালের দাম অস্বাভাবিকভাবে বেড়ে না যায় সে লক্ষ্যে চালের অধিক মজুত নিশ্চিত করার জন্য, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চাল আমদানিতে শুল্ক কমিয়েছে৷ যা চলবে অক্টোবর পর্যন্ত।
স্বাভাবিকভাবে চাল আমদানিতে ২৫ শতাংশ শুল্ক গুনতে হতো আমদানিকারকদের। দেশের কৃষকদের উৎপাদিত চালের দাম ঠিক রাখতেই শুল্ক বাড়িয়ে দেয়ার পরিকল্পনা হয়েছিলো৷ কিন্তু, করোনা মহামারি উৎপাদন কমিয়ে দিতে পারে বিধায়, আগাম যোগান হিসেবে এই ছাড় দেয়া, দেশে চালের বাজার স্থিতিশীল রাখবে বলে আশা রাখা যায়৷ বর্তমানে চাল আমদানিকারকদের মাত্র ১৫ শতাংশ শুল্ক গুণতে হবে৷.
ডে-নাইট-নিউজ / ! আসিফ আলম
আপনার মতামত লিখুন: