• ঢাকা
  • বৃহস্পতিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

চিকিৎসাধীন রোগীকে মারধর করলো হাসপাতালের কর্মী


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ১৭ ফেরুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৫:০৬ পিএম;
চিকিৎসাধীন রোগীকে মারধর করলো হাসপাতালের কর্মী
চিকিৎসাধীন রোগীকে মারধর করলো হাসপাতালের কর্মী

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা শাফায়েত হোসেন (২৪) নামে এক রোগীকে মারধরের অভিযোগ উঠেছে। রিফাত (২২) নামে হাসপাতালের এক অস্থায়ী কর্মচারী তাকে মারধর করে। এ ঘটনায় রিফাতকে তার দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।.

 .

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।  শাফায়েত পৌর এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের ইটের পোল এলাকার কাশেমের ছেলে। .

 .

সাফায়েত ও তার স্বজনরা জানায়, গত তিন দিন আগে সাফায়েত পরিবারের সাথে অভিমান করে বিষপাণ করে হাসপাতালে ভর্তি হয়। হাসপাতালের ২য় তলায় চিকিৎসাধীন ছিল সে। শনিবার সকালে নাস্তা করতে হাসপাতালের নীচে নামে সাফায়েত। পরে তার বেডে যাবার সময় তাকে ভেতরে ঢুকতে বাঁধা দেয় হাসপাতালে অস্থায়ী কর্মচারী রিফাত।.

 .

প্রত্যক্ষদর্শীরা জানায়, হাসাপাতালের বিভিন্ন ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক রোগী দেখেছিলেন। এসময় দ্বিতীয় তলার গেট বন্ধ রাখেন কর্মচারী রিফাত। ওই সময় রোগী সাফায়েত ভেতরে ঢুকতে গেলে রিফাত তাকে ঢুকতে দেয়নি। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। চিকিৎসক রোগীদের ওয়ার্ড থেকে বের হয়ে গেলে তাকে ঢুকতে দেওয়া হয়। পরে সাফায়ত তার বেডে যাওয়ার পর পুনরায় রিফাতের সাথে কথা-কাটাকাটি করে। এতে ক্ষিপ্ত হয়ে রিফাত কয়েকজনকে নিয়ে এসে তাকে মারধর করে। তাকে বাঁচাতে গিয়ে তার বোন নেহার এবং স্বজন সুজন ও  শ্রাবনও মারধরের শিকার হয়েছে। .

 .

সাফায়েতের বোন ববি বলেন, ঘটনাটি আমরা হাসাপাতালের আবাসিক মেডিকেল অফিসারকে জানিয়েছি। আমরা এ হামলার ঘটনায় সুষ্ঠু বিচার চাই। .

 .

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) বলেন, ঘটনাটি শুনেছি। রোগীর সাথে এমন আচরণ করা ঠিক হয়নি। রিপাত আমাদের হাসপাতালের অস্থায়ী কর্মচারী। তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।. .

ডে-নাইট-নিউজ /

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ