ইমরান উদ্দীন স্টাফ রিপোর্টার: কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের (৯ ওয়ার্ড) উখিয়ার ঘোনা লামার পাড়া নামক এলাকায়, ছেলের দায়েরকৃত মামলায় মোঃ হাছান নামের ৭০ বছর বয়সী এক পিতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। জানা গেছে, ছেলে এডভোকেট আয়াত উল্লাহ হোমিনির দায়েরকৃত মামলায় গত বুধবার কক্সবাজারের অতিরিক্ত জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ এর আদালতে বাদীর পিতা মোঃ হাছানসহ ৩ জন আদালতে উপস্থিত হয়ে জামিনের জন্য আবেদন জানান। বিজ্ঞ বিচারক, মোঃ হাছানের চাচী শ্বাশুড়ি রাশেদা বেগম এবং রাশেদা বেগমের ছেলে নুরুল আবছারের জামিন নামঞ্জুর করে, তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মোঃ হাছানের স্ত্রী রেহেনা বেগম জানিয়েছেন। তার ৫ সন্তানের জন্য, তার স্বামী সন্তানদের নামে কিছু জমি হেবা করে দেন। এছাড়া পুরনো বাড়ি-ভিটেসহ আরও কিছু জমি প্রথম স্ত্রীর সন্তানদের নামে হেবা করে দেন। একারণে প্রথম স্ত্রী ও তাদের সন্তানরা ২য় স্ত্রীকে ৫ সন্তানসহ তাদেরকে বাড়ি থেকে বের করে দেন।.
.
এতে নিরুপায় হয়ে তিনি (২য় স্ত্রী) তার সন্তানদের নামে হেবাকৃত জমিতে বসত বাড়ি নির্মাণ কাজ শুরু করেন। চলতি বছরের ৮ ফেব্রুয়ারি বাড়ির নির্মাণকাজ শুরুর সময় তাদের উপর হামলা চালান প্রথম স্ত্রীর সন্তান এডভোকেট আয়াত উল্লাহ হোমিনি ও তার ভাই ওমর ফারুক, তৈয়ব উল্লাহ, হাবিব উল্লাহসহ অন্যান্য সহযোগিরা। ওই হামলায় গুরুতর আহত হন মোঃ হাছানের ২য় স্ত্রী রেহেনা আকতার, ছেলে আনাছ, মেয়ে কানিজ ফাতেমা ও শ্যালক জসিম উদ্দিন। রেহেনা বেগম আরও জানান- এ ঘটনার পর তার স্বামী মোঃ হাছান রামু থানায় এডভোকেট আয়াত উল্লাহ হোমিনিসহ ৭ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। মামলাটি এখনো রামু থানায় তদন্তাধিন রয়েছেন। তবে এ ঘটনায় তাদের হয়রানি করার লক্ষ্যে এডভোকেট আয়াত উল্লাহ হোমিনি বিজ্ঞ আদালতে উল্টো মামলা দায়ের করেন। এ মামলায় তদন্ত প্রতিবেদনের পর জামিন নিতে গেলে বিজ্ঞ আদালত তার স্বামী মোঃ হাছান, চাচি রাশেদা বেগম ও চাচাতো ভাই নুরুল আবছারকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: