• ঢাকা
  • শনিবার, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২৮ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

জাতীয় বিশ্ববিদ্যালয় লেখক ফোরামের পিঠা উৎসব অনুষ্ঠিত


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৫:৫৮ পিএম;
জাতীয় বিশ্ববিদ্যালয় লেখক ফোরামের পিঠা উৎসব অনুষ্ঠিত
জাতীয় বিশ্ববিদ্যালয় লেখক ফোরামের পিঠা উৎসব অনুষ্ঠিত

রাজধানী ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে শুক্রবার (২৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হয় বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার পিঠা উৎসব ২০২৪। আনন্দঘন এই আয়োজনে অংশগ্রহণ করেন ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর সহ পার্শ্ববর্তী অঞ্চলের সদস্যবৃন্দ।.

 .

নির্ধারিত সময় বেলা বারোটার আগে থেকেই রাজধানীর নানা প্রান্ত থেকে সদস্যরা আসতে থাকেন সোহরাওয়ার্দী উদ্যানের অগ্নিশিখার সামনে। উন্মুক্ত মাঠে এক হয়ে গল্প আড্ডায় জমে পিঠাপুলির সুবাসে।.

 .

শীতের বিকেলে উপস্থিত সবাই মিলে সদস্যদের নিজ হাতে বানানো পিঠা ভাগাভাগি করেন এবং কেক কেটে উদযাপন করা হয় এই আনন্দমুখর আয়োজন।.

 .

আয়োজনের ফাঁকে আসন্ন অমর একুশে বইমেলা উপলক্ষ্যে পরবর্তী আয়োজনের বিভিন্ন কর্ম পরিকল্পনা নিয়েও আলোচনা হয় এই আড্ডায়। .

 .

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানজিদ শুভ্রের সভাপতিত্বে আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সৈয়দ আবদুর রহিম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক তামান্না আক্তার। পিঠা উৎসবে অংশগ্রহণকারী সবাইকে শুভেচ্ছা জানান শাখার সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা লাইজু আক্তার। .

 .

একইদিন বিকেলে চট্টগ্রামের সিআরবি শিরিষতলায় চট্টগ্রাম অঞ্চলের সদস্যদের উপস্থিতিতে মাসিক সাহিত্য আড্ডার আয়োজন করা হয়। এতে মোহাম্মদ রায়হান উদ্দিন ছিদ্দীকি সভাপতিত্ব করেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন শাখার সাধারণ সদস্য মোহাম্মদ আবুল কাশেম। .

 .

উল্লেখ্য, তরুণ লেখকদের বৃহত্তর প্লাটফর্ম বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখায় দেশব্যাপী কয়েক শতাধিক সৃজনশীল সদস্য যুক্ত আছে।.

 . .

ডে-নাইট-নিউজ / তানজিদ শুভ্র:

অন্যান্য বিভাগের জনপ্রিয় সংবাদ