• ঢাকা
  • শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

টাকা ছাড়া সেবা মিলেনা রামু উপজেলার রাজারকুল ইউনিয়ন পরিষদে


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ০২ অক্টোবর, ২০২১ খ্রিস্টাব্দ, ০১:৪২ পিএম;
টাকা ছাড়া সেবা মিলেনা রামু উপজেলার রাজারকুল ইউনিয়ন পরিষদে
টাকা ছাড়া সেবা মিলেনা রামু উপজেলার রাজারকুল ইউনিয়ন পরিষদে

কক্সবাজার জেলার রামু থানাধীন ৭নং রাজারকুল ইউনিয়ন পরিষদের সরকারী সেবায় মোটা অংকের আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের সচিব সতিন্দ্র কুমারের বিরুদ্ধে। .

ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, আমরা জন্ম নিবন্ধন, জাতীয়তা সনদপত্রসহ যেকোন সেবা নিতে আসলেই সরকার নির্ধারিত ফি থেকে অতিরিক্ত এক থেকে দেড় হাজার টাকা ঘুষ প্রদান করতে হয় ইউনিয়ন পরিষদের সচিবকে। নির্দিষ্ট পরিমাণে টাকা দিতে না পারলে কাঙ্ক্ষিত সেবা থেকে আমরা বঞ্চিত হই। এসময় নাম প্রকাশে অনিচ্ছুক একজন সেবাপ্রত্যাশী বলেন আমি একটি জন্ম নিবন্ধনের জন্য ইউনিয়ন পরিষদের সচিবের কাছে গেলে তিনি বলেন সার্ভারে সমস্যা হচ্ছে এখান থেকে এই মুহুর্তে জন্ম নিবন্ধন করা সম্ভব না যদি জরুরী প্রয়োজন হয় তাহলে দুই হাজার  (২০০০) টাকা লাগবে আমি করে দিতে পারবো। একইভাবে সেবা নিতে আসা সাধারণ মানুষের কাছে থেকে মোটা অংকের টাকার বিনিময়ে সেবার কাজ সম্পাদন করে থাকেন সচিব সতিন্দ্র কুমার ধর।.

 .

উক্ত অভিযোগের সত্যতা জানার জন্য ০৭ নং রাজারকুল ইউনিয়ন পরিষদে সরেজমিনে গিয়ে দেখা যায় যে, সচিব সতিন্দ্র কুমার ধরের টেবিলে টাকা না দিলে কোন সেবা মিলে না সাধারণ সেবা প্রত্যাশীদের। জন্ম নিবন্ধন থেকে শুরু করে চেয়ারম্যান কর্তৃক জাতীয়তা সনদপত্রসহ অন্যান্য সেবার জন্য সরকার নির্ধারিত ফি'র অতিরিক্ত টাকা দিয়ে সেবা নিচ্ছেন রাজারকুল ইউনিয়ন পরিষদের সাধারণ মানুষ। রাজারকুল ইউনিয়ন পরিষদের সাধারণ মানুষ চেয়ারম্যানের প্রতি ক্ষোভ নিয়ে বলেন, আমরা তাকে চেয়ারম্যান বানিয়েছি আমাদের এলাকার উন্নয়নের জন্য অথচ তিনি আমাদের এলাকায় কোন রকমের উন্নয়ন না করে তিনি তার নিজের বাড়ির আশেপাশে উন্নয়ন করেছেন। আর আমাদের দুর্ভোগে রেখেছেন। চেয়ারম্যান নিজ হাত দিয়ে কোন টাকা না নিলেও সচিবের মাধ্যমে যেকোন কাজের জন্য নির্দিষ্ট পরিমাণে টাকা নিয়ে থাকেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।.

এই অভিযোগের সত্যতা জানতে চাইলে রাজারকুল ইউনিয়ন পরিষদের সচিব সতিন্দ্র কুমার ধর বলেন, একটি কুচক্রী মহল আমাকে নিয়ে দীর্ঘদিন যাবত ষড়যন্ত্র করে আসছে এবং তাদের সেবা পেতে দেরী হলেই আমার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ দার করাচ্ছেন এতে করে আমার কিছুই যায় আসে না। জন্ম নিবন্ধন এবং জাতীয়তা সনদপত্র নিতে নাকি সরকারি ফি ব্যতীত অতিরিক্ত ফি নিয়ে থাকেন এমন প্রশ্নের জবাবে সতীন্দ্র বলেন, এই ধরনের অভিযোগের কোন ভিত্তি নেই, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যাএবং বানোয়াট। একটি মহল তাদের স্বার্থ হাসিল করার জন্য এমন মনগড়া কথা বলছেন।উক্ত অভিযোগের বিষয়ে জানতে চাইলে রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম মফিজ বলেন, আমার ইউনিয়ন পরিষদের সচিব সতিন্দ্র কুমারের বিরুদ্ধে কিছুটা অভিযোগ রয়েছে সাধারণ মানুষের। অভিযোগের সত্যতা স্বীকার করে চেয়ারম্যান বলেন, একজন সচিবের যে টাকা বেতন দেওয়া হয় তাতে কিভাবে সংসার চালাবে, অভাব থেকেই হয়তো তিনি দু'একটা এমন অনিয়ম করেন। এই সচিবের আগের কর্মস্থল ছিলো খুনিয়াপালং ইউনিয়নে তিনি কয়েক বছর যাবত আমার ইউনিয়নে কাজ করে যাচ্ছেন এরই মধ্যে কয়েকজন সাধারণ মানুষ তার বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করেছেন বলে জানান চেয়ারম্যান মফিজুল ইসলাম মফিজ।.

 .

 .

 . .

ডে-নাইট-নিউজ / দিদারুল আলম জিসান

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ