ট্র্যাব কতৃক আয়োজিত দেশের অন্যতম ঐতিহ্যবাহী পুরস্কার ‘ট্র্যাব’। গেল (৩০ জানুয়ারি) ২০২৫ ইং রাজধানীর পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বল রুমে ট্র্যাব এর আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল, এই অ্যাওয়ার্ডের ৩৪তম আসর। সিনেমা, গান, নাটক, ওটিটি, ফ্যাশন, সাংবাদিকতা আর বিজনেসে সফল ব্যক্তিদের বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয় এই অনুষ্ঠানে। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ জুয়েলার্স শিল্পে বিশেষ অবদানে বিজনেসে সফল ব্যক্তিদের ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেছেন প্রদীপ চন্দ্র দে বাবু। অ্যাওয়ার্ড প্রদান করেন মাননীয় বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, সাংবাদিক শফিক রহমান, সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ। পুরস্কার পেয়ে প্রদীপ চন্দ্র দে বাবু তিনি বলেন, টানা ৩৪ বছর ধরে ট্র্যাব বিজনেসে অনুপ্রেরণা দেবার জন্য এই গুরুত্বপূর্ণ কাজটি করে আসছে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে। সত্যিকার অর্থে এমন একটি ঐতিহ্যবাহী সংগঠনের পুরস্কার পেয়ে আমি গর্ববোধ করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ট্র্যাব কমিটি কে যারা আমাকে বিজনেসে উৎস অনুপ্রেরণা যোগাতে এই ট্র্যাব পুরস্কারে ভূষিত করেছে।.
.
.
এ বছর বিভিন্ন বিভাগে যারা ট্র্যাব অ্যাওয়ার্ড পেয়েছেন-.
.
চলচ্চিত্র.
সেরা অভিনেতা: আদর আজাদ (লোকাল)সেরা অভিনেত্রী: বুবলী (লোকাল) এবং রাফিয়াত রশিদ মিথিলা (কাজলরেখা).
সেরা এক্সিকিউটিভ প্রোডিউসার: মো আসাদুজ্জামান সকাল (রিকশা গার্ল).
ওটিটি-সেরা অভিনেতা: এফএস নাঈম.
(কালপুরুষ) (ওয়েব সিরিজ).
সেরা অভিনেত্রী: রুনা খান (আন্তনগর) (ওয়েব ফিল্ম).
সেরা ব্রেকথ্রু পারফরমেন্স: তানজিকা আমিন (কালপুরুষ) (ওয়েব সিরিজ).
সেরা অভিনেত্রীঃ সাবিলা নূর (গোলাম মামুন) (ওয়েব সিরিজ).
সেরা অভিনেত্রীঃ আশনা হাবিব ভাবনা (ওভার ট্রাম্প) (ওয়েব সিরিজ).
.
.
নাটক-সেরা অভিনেতা: খায়রুল বাসার.
(আফসোস).
সেরা অভিনেত্রী: ফারিয়া শাহরিন .
(ব্যাচেলর পয়েন্ট).
সেরা পরিচালক: মহিদুল মহিম .
(বাস ট্রিপ).
সংগীত-সেরা গায়ক: আভরাল সাহির.
সেরা গায়িকা: হোমায়েরা বশির ও আর্ণিক.
.
.
বিশেষ সম্মাননা.
অভিনয়: রোজিনা, রোজি সিদ্দিক, মুক্তি, শিমলা ও নাদিয়া আহমেদ (অভিনয়ে ২৫ বছর পূর্তি).
সংগীত: ফেরদৌস আরা, ফেরদৌস ওয়াহিদ, ফাহমিদা নবী, মেহরিন, সায়েরা রেজা ও ইথুন বাবু (সঙ্গীতপরিচালক).
বিনোদন সাংবাদিকতা: দুলাল খান ও মাসিদ রণ.
ফ্যাশন মডেলিং: বুলবুল টুম্পা ও পিয়া জান্নাতুল.
.
.
এছাড়াও, সেরা নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার.
সোহাগ সেরা ফ্যাশন ডিজাইনার সানায়া চৌধুরী, সেরা ফ্যাশন কোরিওগ্রাফারের অ্যাওয়ার্ড জিতেছেন গৌতম সাহা।. .
ডে-নাইট-নিউজ / সূর্য আহমেদ মিঠুন - স্টাফ রিপোর্টার
আপনার মতামত লিখুন: