সূর্য আহমেদ মিঠুন : আজ শনিবার (১ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ নবীগঞ্জ খেয়াঘাটে বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে।.
দুর্ঘটনায় ৯ যাত্রী নদীতে পড়ে গেলে আশপাশের ট্রলার এসে তাদের দ্রুত উদ্ধার করে।.
.
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নবীগঞ্জ খেয়া ঘাট থেকে ইঞ্জিনচালিত একটি নৌকা বন্দর এলাকা থেকে শহরের দিকে হাজীগঞ্জ ঘাট এলাকার দিকে আসার পথে নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। এসময় নারী-পুরুষসহ ৯ যাত্রী নদীতে সাঁতরাতে থাকে। পরে মাঝ নদী থেকে অন্য একটি ট্রলার তাদের উদ্ধার করে নদীর তীরে নিয়ে আসে।.
.
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর নৌ থানার পরিদর্শক আমিনুল হক বলেন, দুর্ঘটনায় ৯ যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত নৌকাটি বাল্কহেডের ধাক্কায় ভেঙে ডুবে যায়। তবে দ্রুতই সব যাত্রীদের উদ্ধার করেছে উপস্থিত খেয়াঘাটের ট্রলার চালকরা। ধাক্কা দেওয়া বাল্কহেডটি চিহ্নিত করার চেষ্টা চলছে।. .
ডে-নাইট-নিউজ / সূর্য আহমেদ মিঠুন
আপনার মতামত লিখুন: