দীর্ঘদিন ধরে তিতাস গ্যাস পাইপ লাইন নির্মাণ সংক্রান্ত সকল কাজ বন্ধ। প্রায় ৪/৫ বছর চলমান তিতাস গ্যাস সংযোগ সংক্রান্ত সকল কাজ পুরো পুরি বন্ধ। .
আমরা যারা সংযোগ সংক্রান্ত কাজে জড়িত ছিলাম আমাদের সেক্টরের প্রায় সকলেই কমবেশি অনত্র ভিন্ন পেশায় অবলম্বন করে আপাতত কোনোমতে বেঁচে আছে। আমিও সাদিক বিপ্লব তাদেরই একজন। .
কুড়িল চৌরাস্তা, বসুন্ধরা - যমুনা ফিউচার পার্কের সাথেই জাকির কমপ্লেক্স এর ১২তলা পুরো ভবনটিই তিতাস গ্যাসের ভি আই পি জোন ৮ও৯।এর ঠিক বিপরীত পাশে ৫০ গজ পশ্চিমে ক-৭৭ কুড়িল, ভবনের ২য় তলাতেই "বর্তমান মুহূর্তের সবচেয়ে জনপ্রিয় নিউজ অফিস " ডে নাইট নিউজ গ্রুপ "।.
কাছাকাছি থাকায় "ডে নাইট নিউজ এর মাননীয় সম্পাদক জনাব মীর্জা সাদিকুল ইসলাম সাদিক ভাই 'র সাথে আমার একটা ভালো যোগাযোগ ছিলো। .
সাংবাদিক হিসেবে নয়, লেখা লেখির একটা নেশা আমার ছোট্ট বেলা থেকেই। সাদিক স্যার আমাকে সুযোগ করে দেন তাঁর নিউজ এ কাজ করার।.
বেকার জীবনের কিছুটা হলেও অবসান হয়েছে। আর সবই সাদিক স্যারের অবদান। যদি কোনদিন তিতাস গ্যাস অফিস চালুও হয়, তারপরও " ডে নাইট নিউজ " কে ছাড়বোনা।সাদিক স্যার যতোদিন চান "ডে নাইট নিউজ এ থাকবো।.
ধন্যবাদ সাদিক স্যারকে।ঈদ মোবারক। . .
ডে-নাইট-নিউজ / সাদিকুর রহমান বিপ্লব
আপনার মতামত লিখুন: