তারুণ্যের প্রতীক, জন নন্দিত জননেতা মহানায়ক, সাবেক এমপি "জয় রাজার জয় হোক".
টাংগাইল ০৮, বাসাইল- সখীপুর আসনের সাবেক এমপি এবং বর্তমান সখীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব অনুপম শাহজাহান জয়। তাঁর পিতা কৃষিবিদ অধ্যাপক আলহাজ্ব মরহুম শওকত মোমেন শাহজাহান ছিলেন বাসাইল- সখীপুর আসনের সাবেক চার বারের সফল সংসদ সদস্য। একমাত্র পুত্র ও সুযোগ্য উত্তরসুরী হিসেবে পিতার মতো দারুণ জনপ্রিয় নেতা ও আদর্শ মানুষ হিসেবে তিনি এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর পিতার মৃত্যুজনিত কারনে বাসাইল- সখীপুরের আসনটি শুণ্য হওয়ায় দলীয় সিদ্ধান্তে জয় উপনির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন।.
সংসদ সদস্য নির্বাচিত হয়ে মরহুম পিতার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে তিনি ইতিহাস সৃষ্টি করে গেছেন। জয় সাহেবের মতো এত উন্নয়ন আর কোন সংসদ সদস্য এ যাবৎকাল কেউ করতে পারেননি।বাসাইল- সখীপুরের এমন কোন রাস্তা ঘাট নেই যার উন্নয়ন তিনি করেননি। নতুন নতুন রাস্তা নির্মাণ, পুরাতন রাস্তার সংস্কার, ব্রীজ, কালভার্ট, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির, গীর্জা, ক্লাব, সংগঠনসহ প্রতিটি ক্ষেত্রেই রয়েছে তাঁর উন্নয়নের ছোঁয়া। আর্ত মানবতার সেবায় নিজেকে বিলিয়ে দিয়েই তাঁর প্রতিটি পথচলা। নিজ নির্বাচনী এলাকায় গরীব দুখীদের পরম বন্ধু অনুপম শাহজাহান জয়। অসহায়দের সহায় তিনি। তিনি এক মানবতার আদর্শ ফেরিওয়ালা। .
পিতার মতো জয় সাহেব নিজেও পুরো বাসাইল- সখীপুরের এক প্রান্ত থেকে শুরু আরেক প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন আর আমজনতার খোঁজ খবর রাখছেন। জয় সাহেবের বাবার গড়া প্রতিষ্ঠান সখীপুর আবাসিক মহিলা অনার্স কলেজ ; যা আজ সগৌরবে মাথা উঁচু করে দাড়িয়ে আছে। নারীদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে এই কলেজটি অসামান্য অবদান রেখে চলেছে। বাংলাদেশের ইতিহাসে অনুপম শাহজাহান জয় সাহেবই একমাত্র প্রথম তরুণ সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বাসাইল- সখীপুরের আপামর জনতা অনুপম শাহজাহান জয় সাহেবকে আবারও সংসদ সদস্য হিসেবে পেতে চান। বাসাইল- সখীপুর বাসীর নয়নমণি, প্রিয় মানুষ, সকলের আস্থাভাজন জননেতা জনাব অনুপম শাহজাহান জয়। . .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: