• ঢাকা
  • রবিবার, ২২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

তিন সন্তানের জনক দ্বারা কিশোরী ধর্ষণ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ০৫ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৮:২০ পিএম;
তিন সন্তানের জনক দ্বারা কিশোরী ধর্ষণ
তিন সন্তানের জনক দ্বারা কিশোরী ধর্ষণ

অসুস্থতার কথা বলে আত্মীয়ের বাড়ি থেকে অপহরণ করে সিলেটের একটি হোটেলে নিয়ে চারদিন আটকে রেখে এক কিশোরীকে ধর্ষণ করেছে তিন সন্তানের জনক বলাই মিয়া। এ ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের বড়লেখায়।

ধর্ষিতার বাবা বৃহস্পতিবার (০৩ নভেম্বর) রাতে ধর্ষক বলাই মিয়ার বিরুদ্ধে থানায় মামলা করেছেন। বলাই বড়লেখা উপজেলার মুর্শিবাদকুরা গ্রামের মৃত সুরমান মিয়ার ছেলে। ধর্ষিতা ষোড়শী ও মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্ত বলাই মিয়া (৪৫) ও ধর্ষিতার বাবা একসাথে দিনমজুরের কাজ করেন। পূর্ব-পরিচিত হওয়ায় বলাই প্রায়ই ধর্ষিতার বাড়িতে যাতায়াত করতো।.

গত ১০ অক্টোবর ধর্ষিতা ষোড়ষী পার্শ্ববর্তী মাইজ জুড়ী গ্রামে মামার বাড়িতে বেড়াতে যায়। দুদিন পর ১২ অক্টোবর সন্ধ্যায় লম্পট বলাই মিয়া একটি অটোরিকশা নিয়ে মামার বাড়িতে গিয়ে মায়ের অসুস্থতার কথা বলে কৌশলে ষোড়শীকে অপহরণ করে সিলেটে নিয়ে যায়।

সেখানে একটি হোটেলে ৪ দিন আটকে রেখে তাকে অনবরত ধর্ষণ করে বলাই। এরপর ১৬ অক্টোবর রাতে বড়লেখা বাসস্ট্যান্ডের পাশে ফেলে যায়। সেখান থেকে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। কিছুটা সুস্থ হওয়ার পর বৃহস্পতিবার (০৩ নভেম্বর) রাতে ধর্ষিতার ভাই থানায় মামলা করেন।

বড়লেখা থানার ওসি ইয়ারদৌস হাসান ০৫ নভেম্বর শনিবার জানান,চিকিৎসাজনিত কারণে ভিকটিমের বয়ান নিতে বিলম্ব হয়। মামলা রুজুর পরই পুলিশ আসামীদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে এবং ইতিমধ্যে একজনকে গ্রেফতারও করা হয়েছে।. .

ডে-নাইট-নিউজ / বিশেষ প্রতিনিধি:

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ