পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় দোকানের ভাড়া টাকা চাইতে গেলে দোকানের মালিক সহ স্বজনদের মারধরের অভিযোগ পাওয়া গেছে ভাড়াটিয়ার বিরুদ্ধে। ঘটনা টি ঘটেছে উপজেলার বেতমোর ইউনিয়নে।.
এ ঘটনায় দোকান মালিক হালিম শরীফের জামাতা সোহাগ মৃধা বাদী হয়ে মঠবাড়িয়া থানায় ১! আলমগীর হোসেন (৪২) পিতা মোদাচ্ছের আলী ২! মোদাচ্ছের আলী (৬৫) পিতা মৃত্যু আঃ কাদের মিয়া উভয় সাং বেতমোর বটতলা ৩! লাভু মিয়া (২৫) পিতা মৃত্যু হারুন সাং কাছিহিড়া ৪! রিপন খান (২৮) পিতা আইয়ুব আলী খান সাং বুড়িরচর সর্বথানা মঠবাড়িয়া,এদের কে,আসামি করে একটি মামলা দায়ের করেন।.
মামলা সূত্রে জানাযায়, বেতমোর বাজারে উসমান শরীফের ছেলে হালিম শরীফ তার কবলাকৃত জমিতে দোকান ঘর তৈরী করে প্রায় ২০ বছর যাবৎ ভাড়া দিয়ে আসছে। সে অনুপাতে বেতমোর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোদাচ্ছের মেম্বার এর ছেলে আলমগীর হোসেন হালিম শরীফের কাছ থেকে ২০২১ সালে এক বছরের জন্য ভাড়া নেয়। এক বছর পার হলে ২০২২ সালে আবারো দোকানে থাকবে বলে জানান, কিন্তু ভাড়া টাকা চাইতে গেলে আজ না হয় কাল বলে ঘুরাইতে থাকে।একপর্যায়ে হঠাৎ করে ভাড়াটিয়া আলমগীর বলে আমি দোকান ঘর ক্রয় করেছি।এ দোকান আমার। এ নিয়ে উভয়ের মধ্যে বাক বিতন্ডা হলে ঘটনার দিন ২১ নভেম্বর মঠবাড়িয়া বাস স্টান্ড সংলগ্ন রাস্তার উপরে বসে হালিম শরীফের জামাতা সোহাগ ও তার বন্ধু সোহেল শশুরের দোকানের ভাড়া ও বিরোধ এর বিষয় জিজ্ঞেস করলে দোকান ঘর ক্রয় করছে বলে আসামীরা ক্ষিপ্ত হয়ে তাদের কে পিটিয়ে হাড় ভাঙ্গা ও ফুলা যখম করে জীবননাশের হুমকি দিয়ে চলে যায়। পরে স্হানীয়রা আহতদের কে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়।.
এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান মামলার বিষয় নিশ্চিত করে বলেন আসামী একজন গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতার চেষ্টা চলছে।. .
ডে-নাইট-নিউজ / জহিরুল ইসলাম পিরোজপুরঃ
আপনার মতামত লিখুন: