• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

নবীগঞ্জে ৪২ হাজার ভারতীয় নাসির বিড়ি সহ গ্রেফতার ২


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ০৮ মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৮:৪০ পিএম;
নবীগঞ্জে ৪২ হাজার ভারতীয় নাসির বিড়ি সহ গ্রেফতার ২
নবীগঞ্জে ৪২ হাজার ভারতীয় নাসির বিড়ি সহ গ্রেফতার ২

 .

নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ যাওয়ার পথিমধ্যে সাইনবোর্ড নামক বাজারে মেসার্স আমিন ফার্মেসীর সামন থেকে ৪২ হাজার শলাকা ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ শেখ নাসিরুদ্দিন পাতা বিড়ি এবং পাতা বিড়ির বহনকারী ১টি সিএনজিসহ ২ জনকে গ্রেফতার করেছে সিলেট লালাবাজার ৭ এপিবিএন পুলিশ। .

 .

 .

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলামের  দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মফিজুল ইসলামের তত্ত্বাবধানে সহকারি পুলিশ সুপার মোঃ আছাবুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ  ইনাতগঞ্জ গামী রাস্তার সাইনবোর্ড বাজারের মেসার্স আমিন ফার্মেসীর সামন থেকে ৪২ হাজার শলাকা ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ শেখ নাসিরুদ্দিন.

 .

পাতা বিড়ি এবং পাতা বিড়ির বহনকারী ১টি সিএনজি সহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, সুনামগঞ্জ জেলার দিরাই থানার তেতৈয়া গ্রামের আব্দুল মান্নানের পুত্র ফরাস মিয়া (৪০), জগন্নাথপুর থানার রোয়াইল গ্রামের কোরেশ মিয়ার পুত্র মিজানুর রহমান (৪৫)কে আটক করা হয়।.

 .

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৪২ হাজার শলাকা ভারতীয় আমদানি নিষিদ্ধ শেখ নাসিরুদ্দিন পাতার বিড়ি এবং বিড়ি বহনকারী ১টি সিএনজি যাহার রেজিঃ মৌলভীবাজার নং-থ ১১-৯২৪৮, এবং ইঞ্জিন নং-অঋ২ডউঊ৯৪৯৭৩ ও চেসিস নং গউ২অ৪৪অত৪উডঋ৪১৮৪০ উদ্ধার হিসেবে জব্দ করা হয়। .

এ ব্যাপারে এসআই (নিঃ)৭০৩৩ মোঃ নুরুল হুদা ঘটনার বিষয়ে বাদী হয়ে উক্ত গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেন। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সিলেট লালাবাজারের ৭ এপিবিএন পুলিশ।.

 . .

ডে-নাইট-নিউজ / মোঃ নুরুজ্জামান রাজু , জেলা প্রধিনিধি হবিগঞ্জ:

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ