• ঢাকা
  • মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

নারায়ণগঞ্জ পুলিশ তদন্ত না করে কাউকে অহেতুক গ্রেফতার করবে না।


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২:২১ পিএম;
নারায়ণগঞ্জ পুলিশ তদন্ত না করে কাউকে অহেতুক গ্রেফতার করবে না।
নারায়ণগঞ্জ পুলিশ তদন্ত না করে কাউকে অহেতুক গ্রেফতার করবে না।

গেল সোমবার (২ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জের  সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। ঐ সময় তিনি বলেন .

 .

মাদকের ব্যপারে জিরো টলারেন্স। আপনারা যদি কেথাও কোন প্রমান পান যে আমার পুলিশের কেউ এর সাথে জড়িত, আমাকে প্রমানসহ দিতে হবে। আপনি প্রমান দিবেন, আমি অবশ্যই ব্যবস্থা নিবো। কিশোর গ্যাং নিয়ে যদি এখন কাজ করতে যাই, তাহলে উল্টো বিপদ আছে। কি বিপদ? সবাই এক হবে, আবার আমাদের থানা পুড়ানো শুরু হবে। আগে আমরা প্রয়োজন অনুযায়ী কাজ গুলো শুরু করি। আপনারা বেলছেন সাংবাদিক ভাইয়েদের নামে মামলা হচ্ছে। আসলে যে কেউ বাদি হয়ে মামলা করতেই পারে। মামলা হওয়ার মানে তো এই না যে তার জেল-হাজত হয়ে যাচ্ছে বা সে অভিযুক্ত হয়ে যাচ্ছে। মামলাটা হলো প্রথমিক পর্যায়। এরপর আমরা ওইটা তদন্ত করবো। তারপর যদি তার বিরুদ্ধের অভিযোগের সত্যতা পাওয়া যায় তাহলে সে অভিযুক্ত হবে, সতত্যা না পাওয়া গেলে তাকে অভিযোগ থেকে বাদ দেওয়া হবে। তদন্ত না করে কাউকে অহেতুক গ্রেফতার করবে না পুলিশ।.

 .

পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার গণমাধ্যমক কর্মীদের বলেন, আমি ২৫তম বিসিএস এর একজন কর্মকর্তা। একটি প্রতিকুল পরিস্থিতিতে আমরা এখানে পুলিশের দায়িত্ব নিয়ে এসেছি। এই দায়িত্ব পালনে অনেক প্রতিবন্ধকতা আছে। অনেক চড়াই-উতরাই আছে। কারণ আমাদের পুলিশের মনোবলটা এখন ভেঙ্গে গেছে। গত ৫ আগস্টের পর আমাদের বিভিন্ন থানা-অফিস ভাঙ্গচুর ও লুটপাট করা হয়েছে। পুলিশের মনোবলটাও ভেঙ্গে গেছে। আমরা পুলিশের মনোবল ফেরাতে প্রথমে কাজ করবো।তিনি আরও বলেন, আপনারা আমদের ভুলত্রুটি শুধরে দেওয়ার জন্য যদি বলেন যে এইখানে এটা হচ্ছে, কারণ আপনারা এখানকার স্থানীয়। আমরা আসছি চাকরি করতে। আমাদের চেয়ে আপনারা ভালো জানবেন, এখানে কোথায় কি হচ্ছে। আপনারা আপনাদের কলমের মাধ্যমে অপরাধ তুলে ধরেন। আর আমরা আইনগত ভাবে অপরাধীদের শাস্তি নিশ্চিতে কাজ করি। আমি মনে করি, নারায়ণগঞ্জের সবাই আমার আপনজন, শুধু দুস্কৃতকারীরা ছাড়া। আর তাই সাংবাদিক মহল সহ সকল সচেতন নাগরিকের একান্ত সহযোগীতা আমরা কামনা করছি। উক্ত মতবিনিময় সভায়  আরো উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আমীর খসরু, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমাসহ নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানীয় ও জাতীয় সংবাদিক প্রতিনিধিরা।.

.

ডে-নাইট-নিউজ / সূর্য আহমেদ মিঠুন : বিশেষ প্রতিনিধি 

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ