ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে বাপ-ছেলেসহ ৪ জন আহত হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার বড়িকান্দি এলাকায় ৪ নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।.
.
আহতরা হলেন, খলিল মিয়া (৫৫) নবীনগর উপজেলার বড়িকান্দি পশ্চিমপাড়া গ্রামের হিরু মিয়ার ছেলে, অলিল মিয়ার ছেলে মো. হাসিব (২০), অলি মিয়া ও হাসিনা আক্তার এর ছেলে নাফিছ (১৮)।.
.
.
জানা যায়, নবীনগর উপজেলার বড়িকান্দি এলাকায় খলিল মিয়ার ভাতিজার বিয়ের সময় চোর মটর চুরি করতে এসে ধরা পড়ে। ইয়াবা সেবনের জন্য চুরি করেছে বলে স্বীকারোক্তি দেয়। এ ঘটনা ফেসবুকে ছড়িয়ে পড়লে হৃদয় ও তার সঙ্গীরা মনেক মিয়া ও তার পরিবারসহ অলি মিয়া ও তার পরিবারের ওপর হামলা চালায়। ককটেল, পিস্তল ও বন্দুক নিয়ে হামলায় খলিল মিয়া, অলিল মিয়া, হাসিব, হাসিনা আক্তার এবং নাফিছ গুরুতর আহত হন। আহতদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কিছুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।.
.
.
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি দেশীয় কার্তুজ উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে। এ ঘটনায় আহতদের পক্ষ থেকে নবীনগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।.
ডে-নাইট-নিউজ / রোমান খান
আপনার মতামত লিখুন: