• ঢাকা
  • মঙ্গলবার, ২২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ০৪ ফেরুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

৪ ফেব্রুয়ারী লেখক ও গবেষক তৌফিক সুলতানের জন্মদিন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ০৪ ফেরুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৯:০২ পিএম;
৪ ফেব্রুয়ারী,  লেখক ও গবেষক,  তৌফিক সুলতানের জন্মদিন
৪ ফেব্রুয়ারী লেখক ও গবেষক তৌফিক সুলতানের জন্মদিন

লেখক ও গবেষক তৌফিক সুলতানের জন্মদিন প্রথম কাব্যগ্রন্থ "হৃদয় থেকে রচিত" পাঠকদের হৃদয়ে গভীর দাগ কেটেছে। তাঁর লেখনীতে সত্যের অনুসন্ধান, সমাজ সচেতনতা ও মানবকল্যাণের বার্তা স্পষ্টভাবে উঠে আসে।.

 .

 .

শিক্ষাক্ষেত্রে অবদান.

একজন নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে তিনি শিক্ষার্থীদের মানসিক ও একাডেমিক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে থাকেন। তিনি শিক্ষার্থীদের উৎসাহ দিতে দামী উপহার ও সার্টিফিকেট প্রদান করেন। টঙ্গী সরকারি কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ইভেন্টের আয়োজন করে থাকেন, যেখানে প্রতিযোগিতার মাধ্যমে উপহার দেওয়া হয়।.

 .

 .

সামাজিক কর্মকাণ্ড.

তৌফিক সুলতান কেবল সাহিত্য ও শিক্ষার মধ্যে সীমাবদ্ধ নন, বরং সমাজসেবার ক্ষেত্রেও তিনি অগ্রণী ভূমিকা পালন করছেন। তিনি "ওয়েলফশন মানবকল্যাণ সংঘ" এবং "ওয়েলফশন সত্য অনুসন্ধানী জ্ঞান অনুরাগী কল্যাণমী দল"-এর প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক। এসব সংগঠনের মাধ্যমে তিনি দারিদ্র্য বিমোচন, শিক্ষা উন্নয়ন ও মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করেন।.

 .

 .

জন্মদিনে শ্রদ্ধা ও শুভেচ্ছা.

তাঁর জন্মদিন উপলক্ষে সহকর্মী, শিক্ষার্থী, পাঠক ও শুভানুধ্যায়ীরা বিভিন্নভাবে তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে নিয়ে নানা প্রশংসাসূচক বার্তা দেখা যাচ্ছে। অনেকে তাঁর সুস্থতা, দীর্ঘায়ু ও আরও সফলতার জন্য দোয়া করছেন।.

 .

 .

ইতিহাসে ৪ ফেব্রুয়ারি: গুরুত্বপূর্ণ ঘটনা.

তৌফিক সুলতানের জন্মদিন ছাড়াও ৪ ফেব্রুয়ারি তারিখে বিশ্ব ইতিহাসে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে:.

১৯৪৮ – শ্রীলঙ্কা (তৎকালীন সিলন) ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে।.

২০০৪ – ফেসবুক প্রতিষ্ঠিত হয়।.

১৯৭৬ – গুয়েতেমালায় ভয়াবহ ভূমিকম্পে ২৩,০০০ মানুষ প্রাণ হারায়।.

১৯৩৮ – ওয়াল্ট ডিজনির অ্যানিমেশন ফিল্ম স্নো হোয়াইট অ্যান্ড দ্য সেভেন ডোয়ার্ফস মুক্তি পায়।.

 .

 .

তৌফিক সুলতানের জীবন ও কর্ম আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। শিক্ষা, সাহিত্য ও সমাজসেবায় তাঁর অবদান প্রশংসনীয়। আমরা তাঁর জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাই। তাঁর স্বপ্ন ও কর্ম বাস্তবায়নে আমরা সবাই তাঁর পাশে থাকবো—এটাই আমাদের প্রত্যাশা।.

 .

লেখক ও গবেষক তৌফিক সুলতানের জন্মদিনে রইল অনেক শুভেচ্ছা ও দোয়া।.

 .

শুভেচ্ছান্তে....

ডাঃ আয়েশা সুলতানা শারমিন, মেডিকেল অফিসার - ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল,ঢাকা।.

[email protected].

01737209071. .

ডে-নাইট-নিউজ / নিজস্ব প্রতিবেদক

অন্যান্য বিভাগের জনপ্রিয় সংবাদ