• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ০৫ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফুলবাড়ীতে জলাবদ্ধতা নিরসন ইউড্রেনে পানি প্রবাহের উদ্বোধন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ২৬ জুলাই, ২০২১ খ্রিস্টাব্দ, ০১:০৬ পিএম;
জলাবদ্ধতা নিরসন
ফুলবাড়ীতে জলাবদ্ধতা নিরসন ইউড্রেনে পানি প্রবাহের উদ্বোধন

দীর্ঘ আট বছর থেকে জলাবদ্ধতা ছিল দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দুটি ইউনিয়নের ১০টি গ্রামের প্রায় ৫ বিঘা জমি। সেই জলাবদ্ধতার স্থায়ী সমাধানে ৪০ লাখ টাকা ব্যায়ে তৈরিকৃত ইউড্রেনের উদ্বোধন করা হয়েছে। শুরু হয়েছে সেই জলাবদ্ধতার পানি প্রবাহ। 
    গতকাল রবিবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার দৌলতপুর ইউনিয়নের বারাইপাড়া গ্রামে আনুষ্ঠানিকভাবে সেই ড্রেনের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন। 
    এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজ উদ্দিন, উপজেলা প্রকৌশলী রায়হানুর কবির, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ মন্ডল, খয়েরবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনামুল হক, ফুলবাড়ী পৌর যুব লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা সবুজসহ স্থানীয় কৃষকরা।
    উল্লেখ্য, উপজেলার খয়েরবাড়ী ও দৌলতপুর ইউনিয়নের ১০ টি গ্রামের প্রায় ৫ হাজার বিঘা জমিতে অপরিকল্পিত পুকুর খনন করায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। দীর্ঘদিন থেকে কৃষকরা দাবি জানালেও কোনো সুফল মিলেনি। পরে দিনাজপুর-৫ আসনের (ফুলবাড়ী-পার্বতীপুর) সংসদ সদস্য সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি পরামর্শে গত ২০২০ সালের ২৪ অক্টোবর তৎকালিন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিরলস প্রচেষ্টায় জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হয়। পরে গত চলতি বছরের ২৫ মে জলাবদ্ধতা নিরাসনের জন্য ইউড্রেনটির নির্মাণকাজের উদ্বোধন করা হয়। পরে গতকাল রবিবার আনুষ্ঠানিকভাবে ইউড্রেন দিয়ে পানি প্রবাহের উদ্বোধন করা হয়।
 .

.

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ