সার্ক জার্নালিস্টি এসোসিয়েশন কর্তৃক
নেপালে সার্ক গ্লোবাল এক্সিলেন্ট অ্যাওয়ার্ড ভূষিত ব্যক্তিত্বদের সংবর্ধনা দেয়া হয়।
.
সার্ক জার্নালিস্টি এসোসিয়েশন কর্তৃক নেপালে সার্ক গ্লোবাল এক্সিলেন্ট অ্যাওয়ার্ডে যারা বিভিন্ন ক্যাটাগরিতে যে সকল ব্যক্তি ভূষিত হয়েছিলেন তাদের সংবর্ধনা দেয়া হয়। গেল (১২ ডিসেম্বর) ২০২৪ বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় হোটেল অরনেট (থ্রি স্টার), বিজয়নগর ঢাকায় এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের সংবর্ধনা দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ জুয়েলার্স শিল্পে বিশেষ অবদানে সার্ক জার্নালিস্টি এসোসিয়েশন কর্তৃক নেপালে সার্ক গ্লোবাল এক্সিলেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন প্রদীপ চন্দ্র দে বাবু। তাকেও উক্ত অনুষ্ঠানে পুনরায় সম্মানের সাথে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রথান অতিথি ছিলেন সৈয়দ মার্গুম মোর্শেদ। (সাবেক তথ্য সচিব বাংলাদেশ সরকার ).
বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব নুরুদ্দিন আহমেদ (পরিচালক- এনটিভি ) বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন
প্রফেসর ড,হামিদা খানম অধ্যাপক- (ঢাকা বিশ্ববিদ্যালয়, সভাপতি বাংলাদেশ প্রানি বিগ্গান সমিতি ) এছাড়াও আরো.
সন্মানীত অতিথি ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী রোকেয়া সুলতানা, কেয়া চৌধুরী (সভাপতি জিসাস কেন্দ্রীয় কমিটি) বিশিষ্ট চলচ্চিত্র নায়িকা রোমানা ইসলাম মুক্তি উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিন্টু আনোয়ার (সাংবাদিক কলামিস্ট) অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সালাম মাহমুদ (নির্বাহী সভাপতি সার্ক জানালিষ্ট এসোসিয়েশন.
.
ডে-নাইট-নিউজ / সূর্য আহমেদ মিঠুন - স্টাফ রিপোর্টার
আপনার মতামত লিখুন: