• ঢাকা
  • শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

পূর্বের শত্রুতা জের ধরে শিমুল হত্যা করতে চাই!


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:১৩ পিএম;
পূর্বের শত্রুতা  জের ধরে শিমুল হত্যা করতে চাই!
পূর্বের শত্রুতা জের ধরে শিমুল হত্যা করতে চাই!

বিগত ১৬-১২-২০২২ ইং পশ্চিম পাড়া মসজিদে নামাজ আদায় করতে যায়। ইসহাক মিয়া,পিতা-আব্দুস সাত্তার ইমন পিতা ঐ ইউসুফ মিয়া পিতা - আব্দুস সাত্তার, তথ্য অনুসন্ধানে জানা যায় দীর্ঘ দুই হাজার আঠারো সালে বাদী আলেয়া আক্তার(২৮) স্বামী শিমুল মিয়া বাদী হয়ে আশুগঞ্জ থানায় একটি শিশু হত্যা মামলা দায়ের করে মামলায় আসামী করা হয়েছে ছয়জনকে।মামলাটি থানা পুলিশ তদন্ত রিপোর্ট বিজ্ঞ আদালতে প্রেরণ করলে,বাদী পক্ষ নারাজি দেন। এতে করে মামলাটি সি,আই,ডি তদন্ত রিপোর্ট মাননীয় আদালতে প্রেরণ করেন, এতেও বাদী পক্ষ নারাজী দেন সর্ব শেষ পুলিশ বরো অব ইনভেস্টিগেশন, মামলাটি তদন্ত করে শিশু রুহান হত্যা মামলায় একজন  ইউসুফ মিয়াকে আসামী করে.

পি,বি,আই কর্মকর্তাগণ বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করে। বাদীর দেওয়া আসামী অনেকেই মামলা থেকে অব্যাহতী পেয়ে যান, এতে করে শিশু রুহানের পিতা শিমুল ক্ষুব্ধ হয়ে সুযোগ খুঁজতে থাকে হত্যার প্রতিশোধ নিতে! বিগত ১৬-১২-২০২২ ইং নামাজ আদায় করে মসজিদ থেকে বের হলে, শিমুল প্রথমে ইউসুফকে ছুরিকাঘাত করে এতে ইসহাক মিয়া শিমুলকে বাধা দিলে সাথ সাথে স্ব জোরে ইসহাকের পেটে ছুরিকাঘাত করে এতে ইসহাক মৃত্যুর কুলে ঢলে পড়লে তাৎক্ষণিক সময়ে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করে, ইসহাক মিয়া বর্তমানে  মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, খুজ নিয়ে জানা যায়।  অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে ব্যয়বহুল চিকিৎসা আইসিওতে রাখতে   হয়ছে, বর্তমানে টাকার অভাবে চিকিৎসা বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়েছে, গরীব ইসহাক মিয়ার পরিবার জানায়, শিমুল মিয়ার ছেলের ঘটনার জন্য আমরা পারিবারিক ভাবে দুই পরিবারের লোকজন ইউসুফ মিয়াকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য ছয়লক্ষ টাকা ক্ষতিপূরণ দেয়ার কথা হয়েছে।  .

আমরা শিমুল মিয়াকে দুই লক্ষ টাকা পরিশোধ করেছি। বাকি চার লক্ষ টাকা দেওয়ার সময় এখনো হয়নি।  সময় আসার আগেই আমার স্বামীকে হত্যা করিতে ছুরি দিয়ে আঘাত করেছে!  তিনি বলেন আমরা গরিব আমার স্বামীর চিকিৎসা করতে প্রায় নয় লক্ষ টাকা খরচ হয়েছে, বর্তমানে আমরা নিঃস্ব আমাদের আর কোন উপায় নেই আমরা ন্যায় বিচার চাই! সমাজের বিত্তশালী সাহেব-সরদার সহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি!. .

ডে-নাইট-নিউজ / ক্রাইম রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ