• ঢাকা
  • শুক্রবার, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফুলবাড়ী-রংপুর-পার্বতীপুর-সৈয়দপুর সড়কে বাস চলাচল বন্ধ


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৬:০৩ পিএম;
ফুলবাড়ী-রংপুর-পার্বতীপুর-সৈয়দপুর সড়কে,  বাস চলাচল বন্ধ
ফুলবাড়ী-রংপুর-পার্বতীপুর-সৈয়দপুর সড়কে বাস চলাচল বন্ধ

দিনাজপুরের ফুলবাড়ী-রংপুর মহাসড়কে যাত্রীবাহী বাস চলাচলে দিনাজপুর বাস মালিক গ্রæপ ও পার্বতীপুর বাস মালিক সমিতির দুই পক্ষের দ্বন্দ্বের জেরে ছয়দিন ধরে বন্ধ রয়েছে ফুলবাড়ী-রংপুর মহাসড়কে সরাসরি যাত্রীবাহী বাস চলাচল। এতে চরম দুর্ভোগে পড়েছেন এ সড়কপথে যাতায়াতকারি যাত্রী সাধারণ। একই দ্বন্দ্বে বন্ধ হয়ে গেছে ফুলবাড়ী-পার্বতীপুর ও ফুলবাড়ী-সৈয়দপুর সড়কে চলাচলকারি যাত্রীবাহী বাসও। যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকায় বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছেন সংশ্লিষ্ট বাসের চালক, হেলপারসহ অর্ধশতাধিক শ্রমিক।.

 .

 .

সরেজমিনে বাস স্ট্যান্ডে দেখা যায়, সারি সারি অটো চার্জার ভ্যান দাঁড়িয়ে আছে যাত্রীদের অপেক্ষায়। বাস বন্ধ থাকায় অটো রিক্সায় চেপে পার্বতীপুর অভিমুখে যেতে হচ্ছে যাত্রীদের। এতে যাতায়াতে একদিকে যেমন সময় বেশি লাগছে। অন্যদিকে ভাড়ার সাথে ঝুঁকিও বাড়ছে।.

 .

অন্যদিকে, ফুলবাড়ী-রংপুর রুটে ফুলবাড়ী থেকে ছেড়ে যেতে পারছে না কোন বাস। এতে বিপাকে পড়েছেন রোগীসহ বিভিন্ন কাজে রংপুর গামী যাত্রীরা। যাত্রীরা ফুলবাড়ী বাসস্ট্যান্ডে আসলেও ফিরে যেতে হচ্ছে বাস না পেয়ে। অলস সময় পার করছেন শ্রমিকরা।.

 .

রংপুর গামী যাত্রী আসমা আক্তার ও পলী বেগম জানান, ডাক্তার দেখাতে রংপুরে যাবেন, কিন্তু বাস নেই। সরাসরি কোনো ট্রেনও চলে ফুলবাড়ী-রংপুরের মধ্যে। তাই ভাবছেন অটো চার্জার ভ্যান নিয়েই রংপুরে রওনা দেবেন। আবার ডাক্তার দেখিয়ে বাড়ী ফেরার সময় অটো চার্জার পাবেন কি না সে নিয়ে দুশ্চিন্তায় পড়েছে দুই নারী।.

 .

ফুলবাড়ী বাসস্ট্যান্ডের বুকিং মাস্টার ও শ্রমিক নেতা ইমদাদুল হক বলেন, মালিক পক্ষের দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে গত ১৮ ডিসেম্বর সকালে ফুলবাড়ী থেকে যেসব বাস রংপুর যাওয়ার জন্য স্ট্যান্ড থেকে রওনা দেয় সেগুলোকে পার্বতীপুর মালিক সমিতি মহেশপুর নামক স্থান থেকে ফেরত পাঠিয়ে দিয়েছেন। তখন থেকে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। বাস চলাচল বন্ধ থাকায় অর্ধশত শ্রমিক বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছেন।.

দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ফুলবাড়ী শাখার সভাপতি আলহাজ্ব মহসিন আলী সরকার বলেন, দিনাজপুর মালিক গ্রুপ ও পার্বতীপুর মালিক সমিতি এই দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে ফুলবাড়ী থেকে রংপুরের মধ্যে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এই রুটে দিনাজপুর মালিক গ্রুপের ১১ টি এবং রংপুর মালিক গ্রুপের ১১ টি বাস চলাচল করে। দিনাজপুর মালিক গ্রুপের ১১ টি বাসের মধ্যে একটি রয়েছে পার্বতীপুর মালিক সমিতির বাস। পার্বতীপুর মালিক সমিতির দাবি এই সড়কে তাদের বাস বৃদ্ধি করতে হবে। তবে এ নিয়ে দুই পক্ষের মধ্যে সুরাহা না হওয়ায় পার্বতীপুর মালিক সমিতি তাদের এলাকার ওপর দিয়ে ফুলবাড়ী থেকে সরাসরি রংপুর গামী বাস চলাচল বন্ধ করে দিয়ে তাদের এলাকা মহেশপুর থেকে রংপুর রুটে বাস চলাচল করাচ্ছে। এতে ফুলবাড়ীর অর্ধশত শ্রমিক বেকার হয়ে পড়েছেন।.

 .

 .

পার্বতীপুর বাস মালিক সমিতির সেক্রেটারি ফয়জার রহমান বলেন, পুরো দিনাজপুর জেলায় দুইটি মালিক সমিতি রয়েছে। ফুলবাড়ী-রংপুর রুটে ৬০ কিলো মিটার সড়কের মধ্য ১৭ কিলোমিটার পার্বতীপুর এলাকার মধ্যে আর অবশিষ্ট ১৮ কিলোমিটার দিনাজপুর জেলার মধ্যে। ফুলবাড়ী থেকে রংপুর সড়কে পার্বতীপুর মালিক সমিতির ১০টি বাস চলাচলের কথা। কিন্তু বিগত আওয়ামী শাসনামলে দিনাজপুর মালিক গ্রæত পার্বতীপুর মালিক সমিতির একটি মাত্র বাস চলাচল করতে দেয়। যেহেতু পার্বতীপুরের সড়ক এলাকা বেশি তাই পার্বতীপুর মালিক সমিতির ১০টি বাস চলাচল করতে দিতে হবে।.

 .

দিনাজপুর বাস মালিক পক্ষের সভাপতি ভবানি শংকর আগারওয়ালা বলেন, বিষয়টি নিয়ে দিনাজপুরের জেলা প্রশাসক এবং পুলিশ সুপারকে অবগত করা হয়েছে। আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে।.

দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম জানান, এ ব্যাপারে মালিক পক্ষদ্বয়কে নিয়ে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।.

.

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ