• ঢাকা
  • শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফুলবাড়ী সীমান্তে ফেন্সিডিলসহ দুই মাদক চোরাকারবারী গ্রেপ্তার


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ, ০৭:২০ পিএম;
ফুলবাড়ী সীমান্তে ফেন্সিডিলসহ দুই মাদক চোরাকারবারী গ্রেপ্তার
ফুলবাড়ী সীমান্তে ফেন্সিডিলসহ দুই মাদক চোরাকারবারী গ্রেপ্তার

বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি দিনাজপুরের ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা গতকাল বৃহস্পতিবার বিকেল ৪ টায় সীমান্ত এলাকায় এক সফল মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬ বোতল ফেন্সিডিল, একটি মোটরসাইকেল, দুইটি মোবাইল ফোন জব্দসহ দুইজন মাদক চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত দুই মাদক চোরাকারবারী হলেন, দিনাজপুর সদর উপজেলার মুরাদপুর গ্রামের আফতাব উদ্দিনের ছেলে আসাদুজ্জামান নূর (৩০) ও একই উপজেলার রথিনাথপুর গ্রামের আফসার আলীর ছেলে সবুজ মিয়া (২২)। বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের অধিন দাইনুর সীমান্ত ফাঁড়ির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩১৫/৩ এস হতে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৬ বোতল ফেন্সিডিল, একটি মোটরসাইকেল, দুইটি মোবাইল ফোনসহ নগদ ৭৬২০ টাকা জব্দসহ উল্লেখিত দুই মাদক চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে। আটককৃত মালামালের আনুমানিক মূল্য এক লাখ ৪৫ হাজার ২২০ টাকা।
বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শরীফ উল্লাহ আবেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদেরকে ফুলবাড়ী থানায় সোপর্দসহ এ সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়েছে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশ্রাফুল ইসলাম বলেন, এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে একটি মামলা দায়েরসহ আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে।.

.

ডে-নাইট-নিউজ /

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ