প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে শুক্রবার (১৭ মার্চ) উপজেলার ২৪ টি এতিমখানা এক কোটি ৪৯ লাখ ৮৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত চেক বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম। .
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আখতারুজ্জামানের সঞ্চালনায় আয়োজিত চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক গণশিক্ষা মন্ত্রী, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, থানার অফিসার ইনচার্জ (ওসি) আশ্রাফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এছার উদ্দিন, ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, ইউপি চেয়ারম্যান মানিক রতন, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু ও ফুলবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি ওয়াহিদুল ইসলাম ডিফেন্স।
শেষে প্রধান অতিথি উপজেলার ২৪ টি এতিমখানার এতিমদের কল্যাণে সরকারের বরাদ্দকৃত এক কোটি ৪৯ লাখ ৮৮ হাজার চেক এতিমখানায় বিতরণ করেন।.
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আখতারুজ্জামান বলেন, ফুলবাড়ী উপজেলার ক্যাপিটেশনপ্রাপ্ত এতিমখানা সমুহের (২০২২-২০২৩) অর্থ বছরের (জুলাই’২২ থেকে ডিসেম্বর’২২ পর্যন্ত ছয় মাসের এতিম নিবাসীদের খাদ্যদ্রব্য বরাদ্দ খাতের এক কোটি ৪৯ লাখ ৮৮ হাজার টাকার চেক ২৪ টি এতিমখানায় বিতরণ করা হয়েছে।
.
.
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: