
দিনাজপুরের ফুলবাড়ীতে পুকুর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় পৌরএলাকার রেল স্টেশন রোডস্থ ফুলবাড়ী পোস্ট অফিসের সামনের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ওই নারীর এখনো পরিচয় শনাক্ত করা যায়নি বলে নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান। স্থানীয় সূত্রে জানা যায়, ফুলবাড়ী রেল স্টেশন রোডস্থ ফুলবাড়ী পোস্ট অফিসের সামনের.
.
একটি পুকুরে ভাসমান নারীর দেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, খবর পেয়ে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় জানা যায়নি। তার পরিচয় শনাক্তে কাজ করা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্মে পাঠানো হবে। . .
ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :
আপনার মতামত লিখুন: