• ঢাকা
  • শনিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফুলবাড়ীতে পেঁয়াজের দাম বাড়ল কেজিতে ১০ থেকে ১২ টাকা!


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ আগষ্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ০৩:৪৬ পিএম;
ফুলবাড়ীতে পেঁয়াজের দাম বাড়ল কেজিতে ১০ থেকে ১২ টাকা!
ফুলবাড়ীতে পেঁয়াজের দাম বাড়ল কেজিতে ১০ থেকে ১২ টাকা!

দিনাজপুরের ফুলবাড়ীতে মাত্র চারদিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে প্রতিকেজিতে ১০ থেকে ১২ টাকা। প্রকারভেদে পাইকারি বাজারে ভারতীয় আমদানিকৃত পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতিকেজি ৩৪ থেকে ৩৬ টাকা। গত চারদিন আগে একই পেঁয়াজ পাইকারি বাজারে বেচাবিক্রি হয়েছে প্রতিকেজি ২৫ থেকে ২৬ টাকায়।.

গতকাল শুক্রবার সকালে সরেজমিন ফুলবাড়ী পৌরসভার পাইকারি ও খুচরা পেঁয়াজের বাজার ঘুরে দেখা যায়, গত চারদিন আগে ভারত থেকে আমদানিকৃত যেসব পেঁয়াজ প্রকারভেদে পাইকারি বাজারে প্রতিকেজি বিক্রি হয়েছে ২৫ থেকে ২৬ টাকা দরে। আবার খুচরা ব্যবসায়িরা সেই পেঁয়াজ বিক্রি করেছেন প্রকার ভেদে ২৮ থেকে ৩০ টাকা কেজিদরে। কিন্তু ভারত থেকে আমদানিকৃত সেই পেঁয়াজ গতকাল শুক্রবার পাইকারী বাজারে প্রতিকেজি বিক্রি হয়েছে প্রতিকেজি ৩৪ থেকে ৩৬ টাকা, যা খুচরা বাজারে বিক্রি হয়েছে প্রকারভেদে ৩৮ থেকে ৪০ টাকা কেজিদরে। হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় অস্বস্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা।.

কাঁচাবাজারে পেঁয়াজ কিনতে আসা রতন চক্রবর্তী বলেন, গত মঙ্গলবার (১৬ আগস্ট) খুচরা বাজারে ভালো মানের এককেজি পেঁয়াজ কিনেছেন ২৯ টাকা কেজিদরে। আবার সেই পেঁয়াজ আজ (গতকাল শুক্রবার) দাম বেড়ে বিক্রি হচ্ছে প্রকার ভেদে ৩৮ থেকে ৪০ টাকা কেজিদরে। যেভাবে বাজারে নিত্যপণ্যের দাম বাড়ছে, তাতে করে নি¤œ ও মধ্য আয়ের পরিবারের মানুষের খেয়েপড়ে বেঁচে থাকা দায় হয়ে পড়বে।.

ফুলবাড়ী বাজারের খুচরা পেঁয়াজ ব্যবসায়ি সুব্রত সরকার বলেন, পাইকারি ব্যবসায়িদের কাছ থেকে বেশি দামে পেঁয়াজ কেনার কারণে খুচরা বাজারেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তবে দাম বেড়ে যাওয়ায় খুচরা বেচাকেনা কমে গেছে। .

ফুলবাড়ী বাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ি আবেদ আলী বলেন, হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি স্বাভাবিক থাকলেও পেঁয়াজের দাম হঠাৎ করে বেড়ে গেছে। ২৫-২৬ টাকা কেজিদরের পেঁয়াজ পাইকারি বাজারের বেচাবিক্রি হচ্ছে ৩৪-৩৬ টাকায়। তবে হিলির আমদানিকারকরা বলছেন, ডলারের দাম ওঠানামা করার কারণে আমদানিকৃত পেঁয়াজের দামও বেড়ে গেছে। এ কারণে দেশি পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে প্রতিকেজি ৪৫ থেকে ৪৮ টাকা দরে।.

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন বলেন, কি কারণে পেঁয়াজের দাম হঠাৎ বেড়ে গেলে সেটি দেখা হবে। যদি ব্যবসায়িরা কৃত্রিম সংকট সৃষ্টি করে পেঁয়াজের দাম বাড়িয়ে বেচাকেনা করেন তবে তাদের বিরুদ্ধো আইনি ব্যবস্থা নেওয়া হবে।. .

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

অর্থনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ