• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফুলবাড়ীতে ভাঙারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ১১ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ০১:৪৯ পিএম;
ফুলবাড়ীতে ভাঙারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
ফুলবাড়ীতে ভাঙারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:: দিনাজপুরের ফুলবাড়ীতে সোমবার (১১ মার্চ) মেরাজুল ইসলাম (৫০) নামের এক ভাঙারি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।  সকাল ৭ টায় উপজেলার শিবনগর ইউনিয়নের আমডুঙ্গিহাট-কোল্ড স্টোরেজ গ্রামীণ সড়কের একটি বটগাছ সংলগ্ন কালভার্টের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।.


বিষয়টি নিশ্চিত করেছেন শিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছামেদুল ইসলাম মাষ্টার।  ভাঙারি ব্যবসায়ী মেরাজুল ইসলাম পৌরএলাকার পশ্চিম গৌরীপাড়া গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে। তিনি পেশায় ভাঙারি ব্যবসায়ী ছিলেন। ঘটনাস্থল পরিদর্শন করেন ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজার রহমান, পরিদর্শক (ওসি তদন্ত) মো. শফিকুল ইসলাম প্রমুখ। .


থানা পুলিশ সূত্রে জানা যায়, নিহত মেরাজুল ইসলাম পেশায় একজন ভাঙারি ব্যবসায়ী ছিলেন। এছাড়াও তিনি প্রায় সময় ভাড়া নিয়ে ভ্যান চালাতেন। গত রবিবার (১০ মার্চ) বিকেলে ভাঙারি কাজ না করে ভ্যান চালানোর উদ্দেশ্যে বাড়ী থেকে বের হন। কিন্তু তিনি যেখান থেকে ভ্যান ভাড়া নিতেন সেখানে ভ্যান না থাকায় তিনি ভ্যান পাননি। পরে সোমাবার (১১ মার্চ) সকাল ৬টা ৫০ এ ফোনকল আসে একটি অজ্ঞাত মরদেহ পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশ মরদেহটি উদ্ধার করেন এবং পরে তার পরিচয় শনাক্ত করেন। তার শরীরের বিভিন্ন অঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে। থানায় তার মরদেহটি সুরতাল করা হয়। .


থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজার রহমান বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মেরাজুল একজন ভাঙারি ব্যবসায়ী ছিলেন। সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত করতে থানা পুলিশের পাশাপাশি পিবিআই কাজ করছে।
 . .

ডে-নাইট-নিউজ /

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ