দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল মঙ্গলবার বেসরকারি সংস্থা আস্থা সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের (এএসডিও) উদ্যোগে ভার্নাব্যাল গ্রুপ ডেভলপমেন্টের (ভিজিডি) উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।.
সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে ভার্নাব্যাল গ্রুপ ডেভলপমেন্টের (ভিজিডি) উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্থাটির নির্বাহী পরিচালক ফারজানা রহমান শিমলা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, ইউপি চেয়ারম্যান উপধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা ভূঁইয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল, সংস্থাটির চেয়ারম্যান নাহিদ পারভীন, আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা শাহাদত আলী মুন্না, কোষাধ্যক্ষ জার্জিনা রহিম, সিনিয়র কো-অডিনেটর সাখাওয়াত হোসেন প্রমুখ।
উল্লেখ্য, বেসরকারি সংস্থা আস্থা সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (এএসডিও) ফুলবাড়ী উপজেলার ৪টি ইউনিয়নের ১ হাজার ১০০ জন হতদরিদ্রদের নিয়ে ভার্নাব্যাল গ্রুপ ডেভলপমেন্টের (ভিজিডি) প্রকল্পের আওতায় কাজ করবে।
.
.
ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
আপনার মতামত লিখুন: