দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল শনিবার মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবন ও সংরক্ষণের অভিযোগে মাদক ব্যবসায়ী দুলাল হোসেনকে (৩২) দেড় বছর বিনাশ্রম কারাদ-সহ ৫ হাজার টাকা অর্থদ- করেছেন ভ্রাম্যমান আদালত। দুলাল হোসেন উপজেলার শিবনগর ইউনিয়নের আদর্শ কলেজপাড়া (রাজারামপুর) গ্রামের মোতাহার হোসেনের ছেলে।.
সকাল সাড়ে ১০ টায় দুলাল হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম। অভিযান চলাকালে সাড়ে ১২ গ্রাম গাঁজা, ১৭ পিস ইয়াবাসহ সেবনের সরঞ্জাম উদ্ধার ও দুলাল হোসেনকে আটক করা হয়।.
অভিযানে দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক (এসআই) মিসকাতুল জাবির, উপ পরিদর্শক (এসআই) হাসিবুল হাসান, উপ পরিদর্শক (এসআই) আব্দুল হালিম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সোয়া ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলামের উপস্থিতিতে উদ্ধারকৃত মাদক ধ্বংস করা হয়।.
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুলাল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে সাড়ে ১২ গ্রাম গাঁজাএবং ১৭ পিস ইয়াবাসহ সেবনের সরঞ্জাম উদ্ধার ও দুলাল হোসেনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার মূল্য আনুমানিক ৫০০ টাকা এবং ইয়াবার মূল্য ৫ হাজার ১০০ টাকা। পরে মাদকদ্রব্য আইনে দেড়বছর বিনাশ্রম কারাদ-সহ ৫ হাজার টাকা অর্থদ- করা হয়েছে৷ উদ্ধারকৃত মাদক ধ্বংস করা হয়েছে।. .
ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
আপনার মতামত লিখুন: