• ঢাকা
  • শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফুলবাড়ীতে মোবাইল ছিনতাইকালে কুড়ালসহ দুই ছিনতাইকারী আটক


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০২ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৬:২১ পিএম;
ফুলবাড়ীতে মোবাইল ছিনতাইকালে কুড়ালসহ দুই ছিনতাইকারী আটক
ফুলবাড়ীতে মোবাইল ছিনতাইকালে কুড়ালসহ দুই ছিনতাইকারী আটক

প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে চলন্ত ব্যাটারিচালিত ভ্যানে থাকার যাত্রীর মোবাইল ফোন ছিনতাইকালে চাইনিস কুড়ালসহ ছিনতাইকারী চক্রের মিন্নাত হোসেন (২১) ও বিপ্লব হোসেন (২২) নামের দুই সক্রিয় সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনগণ।  গত বুধবার রাত সাড়ে ৮টায় উপজেলার আলাদীপুর বারাইহাট এলাকাররর চেয়ারম্যানপাড়াস্থ ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক সড়কে ঘটনাটি ঘটেছে। 
  .

 আটককৃতরা হলেন, দিনাজপুর সদরের লালবাগ গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের মিন্নাত হোসেন এবং একই গ্রামের মো. হাসান আলীর ছেলে বিপ্লব হোসেন। তারা দীর্ঘদিনযাবৎ এ অপরাধের সাথে জড়িত এবং ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজার রহমান।.


থানার এজাহার সূত্রে জানা যায়, চিরিবন্দরের আব্দুলপুর ইউনিয়নের নান্দেড়াই গ্রামের মোছাব্বির হোসেন নামের স্বর্ণ ব্যবসায়ী বুধবার রাত সাড়ে ৮টায় আমবাড়ীবাজার থেকে ব্যাটারিচালিত ভ্যান যোগে ফুলবাড়ী উপজেলার বাড়াইহাট বাজারের উদ্দেশ্যে আসছিলেন। ভ্যানে আসার পথে মোবাইল ফোনে কল আসলে তিনি ফোনকল ধরে কথা বলতে শুরু করেন। বারাইহাটস্থ চেয়ারম্যানপাড়ার ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক সড়কে পৌঁছালে ওই দুই ছিনতাইকারী মোটরসাইকেল যোগে মোছাব্বির হোসেনের কাছে আসে ভয়ভীতি প্রদর্শন করে তার হাতে থাকা রিয়েলমি সি৫৫ স্মার্ট ফোনটি টানা হেঁচড়া করে ছিনিয়ে নেয়। তখন মোছাব্বির হোসেন চিৎকার করলে পথচারীসহ স্থানীয়রা সড়কে পথ অবরোধ করে ছিনতাইকারীর মোটরসাইকেলটি থামানোর চেষ্টা করলে ছিনতাইকারীরা চাইনিস কুড়াল দিয়ে ভয়ভীতি দেখায়। পরে তাদেরকে আটক করতে সক্ষম হয় পথচারী ও স্থানীয়রা। পরে থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেল, চাইনিস কুড়ালসহ ছিনতাইকারীদেরকে নিজেদের হেফাজতে নেয়। রাত সাড়ে ৯টায় বাদি হয়ে ফুলবাড়ী থানায় দুই ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ছিনতাইয়ের শিকার ভুক্তভোগী স্বর্ণব্যবসায়ী মোছাব্বির হোসেন। যার মামলা নং- ২, তারিখ ০১/১১/২০২৩ইং। 
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজার রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুই ছিনতাইকারীকে ছিনতাই কাজে ব্যবহৃত চাইনিস কুড়াল ও মোটরসাইকেলসহ আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুই ছিনতাইকারী দীর্ঘদিনযাবৎ ছিনতাইকাজের সাথে জড়িত বলে স্বীকার করেছে। আসামীদের বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। 
 . .

ডে-নাইট-নিউজ /

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ