• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ফুলবাড়ীতে ১০ টি প্রাথমিক বিদ্যালয়ে হাত ধোয়ার স্টেশন উদ্বোধন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৭ অক্টোবর, ২০২১ খ্রিস্টাব্দ, ০৪:২১ পিএম;
ফুলবাড়ীতে ১০ টি প্রাথমিক বিদ্যালয়ে হাত ধোয়ার স্টেশন উদ্বোধন
ফুলবাড়ীতে ১০ টি প্রাথমিক বিদ্যালয়ে হাত ধোয়ার স্টেশন উদ্বোধন

দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল বৃহস্পতিবার উপজেলার ১০ টি প্রাথমিক বিদ্যালয়ে বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এপির অর্থায়নে নির্মিত হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন করা হয়েছে। 
    ফুলবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে সকাল সাড়ে ১০টায় উপজেলার কাজিহাল ইউনিয়নের পুখুরী কাচারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন। 
    এতে পুখুরী কাচারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অনুকূল চন্দ্র রায়ের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা ভূঁইয়া, কাজিহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক রতন, ফুলবাড়ী ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এপির ব্যবস্থাপক স্বপন সিং, প্রোগ্রাম অফিসার শান্তনন সিংহ, ফুলবাড়ী প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক দৈনিক দেশ মার যুগ্ম বার্তা সম্পাদক প্লাবন শুভ প্রমুখ।  
    পরে আনুষ্ঠানিকভাবে দাদুল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আরো ৯টি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ধোয়ার স্টেশনের উদ্বোধন করা হয়। .

.

ডে-নাইট-নিউজ / প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ