• ঢাকা
  • শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বানিয়াচঙ্গে মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৯:০৩ পিএম;
বানিয়াচঙ্গে মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
বানিয়াচঙ্গে মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বানিয়াচঙ্গে বীর মুক্তিযোদ্ধা মৃত মিজানুর রহমানের পরিবারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) বিকালে বানিয়াচং শহীদ মিনারের সামনের সড়কে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বানিয়াচং উপজেলা শাখার ডাকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচি থেকে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।.

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড'র সভাপতি শেখ তানভীর হোসাইন পলাশের সভাপতিত্বে ও তৌকির আহমেদ নিবিড়'র সঞ্চালনায় কর্মসূচীতে বক্তব্য রাখেন মহান মুক্তিযুদ্ধের চেতনার ধারক-বাহক সংগঠন উদীচীর জাতীয় পরিষদ সদস্য ও বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান, উদীচী বানিয়াচং শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক ও সংস্কৃতিকর্মী রিতেষ কুমার বৈষ্ণব, নির্যাতিত মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও বিনামূল্যে অক্সিজেন সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান 'হ্যালো অক্সিজেন'-এর টিম লিডার দেলোয়ার হোসাইন নিশাত, শিক্ষক হেলিম মিয়া, রাজু খান, বীর মুক্তিযোদ্ধার সন্তান মিঠু দাশ প্রমূখ।.

উল্লেখ্য, জায়গা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে গত মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বানিয়াচং উপজেলা সদরের পূর্ব তোপখানা গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমানের উপর পার্শ্ববর্তী মৃত শফিক মিয়ার পুত্র সামছু মিয়ার নেতৃত্বে হামলার অভিযোগ উঠে। পুলিশের হটলাইন নাম্বার  ৯৯৯-এ কল পেয়ে বানিয়াচং  থানা পুলিশ ওইদিন বেলা ১টার দিকে ঘটনাস্থলে গিয়েপরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এছাড়া ওইদিন বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমানের স্ত্রী মেহেরুন্নেছা বাদী হয়ে পূর্ব তোপখানা গ্রামের মৃত মহিবুর মিয়ার পুত্র মিলন মিয়া, মৃত শফিক মিয়ার পুত্র শামছু মিয়া ও তৌহিদুর মিয়া এবং মৃত বাচ্চু মিয়ার পুত্র শিপন মিয়াকে বিবাদী করে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পরদিন বুধবার (২৮ ডিসেম্বর) বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব সরেজমিন ঘটনাস্থল পরিদর্শনে যান।. .

ডে-নাইট-নিউজ / স্টাফ রিপোর্টার ::

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ