• ঢাকা
  • শুক্রবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

বাসা ও গাড়ীতে স্প্রে মেরে ৩ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:৫২ পিএম;
বাসা ও গাড়ীতে স্প্রে মেরে ৩ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট
বাসা ও গাড়ীতে স্প্রে মেরে ৩ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

হবিগঞ্জে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন স্থানে দিন দিন চুরি-ডাকাতি বৃদ্ধি পাচ্ছে। একের পর এক চুরির ফলে ব্যবসায়ীসহ জনসাধারণ চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে। বেশ কয়েকটি আলোচিত চুরি-ডাকাতির ঘটনার সাথে জড়িতরা ধরা না পড়ার কারণে চুরি-ডাকাতির ঘটনা বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। চুনারুঘাট পৌর শহরের উত্তর বড়াইলে একই রাতে দুই বাসায় চুরির ঘটনা ঘটেছে। চোরেরা চেতনানাশক স্প্রে করে বাসার সিদকেটে ভেতরে প্রবেশ করে ৩ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ২লাখ ৮০ হাজার টাকা ৩টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।.

এতে ওই দুই বাসার নারী ও শিশুসহ ৮ সদস্য অসুস্থ হয়ে পড়েন। পরের দিন বুধবার (১৯ জুলাই) সকালে অচেতন অবস্থায় তাদেরকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তারা হলেন, ‘পৌর শহরের ২নং ওয়ার্ডের রৌশন মঞ্জিলের মালিক আব্দুল হাই (৭০), নাছিমা (৪১), তার ছেলে শিপন মিয়া (২৫), তুহিন মিয়া (২৩), তার ভাগনী, নাপি (৭), হাবিবুর রহমান মুসলিম (৬৫), তার স্ত্রী মাহিরা খাতুন (৫২), মাজহারুল ইসলাম (২৫)। তবে আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় শিপন মিয়া ও তুহিন মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।.

এর আগে ১১ জুলাই গভীর রাতে শায়েস্তাগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে কুটিরগাঁও গ্রামের শহিদ মিয়ার বাসায় জানালার লোহার গ্রিল কেটে বাসার ভেতরে প্রবেশ করে আলমারি ভেঙে ২ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লাখ টাকা, ৩ টি স্মার্ট ফোনসহ  বিভিন্ন কাগজপত্র নিয়ে যায় ডাকাতদল। ওই বাসার দুই পরিবারের মধ্যে বাসার মালিক শহিদ মিয়াসহ একই বাসার পাশের রুমে ভাড়াটিয়া পরিবারের ৩ জনকে ঘুমন্ত অবস্থায় ডাকাতরা চেতনানাশক ওষুধ স্প্রে করে অচেতন করে বলে শহীদ মিয়া জানান।.

এইচএম শান্তি নিকেতনের মালিক হাবিুর রহমান মুসলিম ও তার ছেলে মাজহারুল ইসলাম জানান, রাত ১২টার দিকে পরিবারের লোকজন ঘুমিয়ে পড়েন। এ সুযোগে একদল চোর বাসার সিদকেটে ভেতরে ঢুকে প্রতিটি কক্ষে চেতনানাশক স্প্রে নিক্ষেপ করে বাড়ির লোকজনকে অচেতন করে দেয়। এ সময় চোরেরা বাসায় সবকটি রুম তছনছ করে ঘরে রক্ষিত ৩ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ২ লাখ ৮০ হাজার টাকা ৩ টি স্মার্ট মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা সকালে মুসলিম উদ্দিনসহ দুই বাসার লোকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।.

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হক বলেন, ‘পুলিশের সহায়তায় দুইজনকে সিলেট পাঠানো হয়েছে এবং অপরাধীদের আটক করতে তৎপর রয়েছে পুলিশ’।.

.

ডে-নাইট-নিউজ / উুজ্জ্বল আাহমেদ, হবিগঞ্জ:-

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ